সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ০৫:২৯:৫৩

করোনা নিয়ে ভারতের সরকারি বিজ্ঞাপনে আব্দুল কাদেরের নাতনি লুবাবা

করোনা নিয়ে ভারতের সরকারি বিজ্ঞাপনে আব্দুল কাদেরের নাতনি লুবাবা

বিনোদন ডেস্ক: ভারতের রাজস্থান সরকারের করোনা নিয়ে জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছে বাংলাদেশের সিমরিন লুবাবা। বিজ্ঞাপনচিত্রটি এখন রাজস্থানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে। প্রদীপ বি খাইরার পরিচালনায় লুবাবা ছাড়াও বিজ্ঞাপনটিতে ভারতের বিভিন্ন রাজ্যের আরো কয়েকজন শিশুশিল্পী অংশ নিয়েছে। 

লুবাবা বলে, “আমি টিকটকের পাশাপাশি বিভিন্ন হিন্দি গানে পারফরম করে ফেসবুকে আপলোড করি। ‘তেরি মিট্টি’ নামের একটি হিন্দি গান মাঝখানে বেশ ভাই'রাল হয়। সেটি কিভাবে যেন প্রদীপ আংকেলের চোখে পড়েছিল। তিনি ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করেন। হোয়াটসঅ্যাপে আমার আরো কিছু কাজ চান। সেগুলো পাঠালে তিনি একটি তামিল ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। ঝুঁ'কিপূ'র্ণ দৃ'শ্য থাকায় মা রাজি হননি। পরে এই বিজ্ঞাপনচিত্রটি করি।”

লুবাবা ইংরেজি মাধ্যমের ছাত্রী। অভিনেতা আবদুল কাদের তার দাদা। এর আগে বসুন্ধরা এলপি গ্যাস, ভিম লি'কুই'ড, লাইফবয়সহ একাধিক বাংলাদেশি পণ্যের মডেল হয়েছে লুবাবা। পরিচালক রামগোপাল ভার্মার প্রযোজনা প্রতিষ্ঠানের হেড অব প্রডাকশনের দায়িত্বে আছেন প্রদীপ। পাশাপাশি  দক্ষিণ ভারতে ছবি প্রযোজনা ও পরিচালনা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে