সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ১১:৪০:৪০

আল্লাহ তুমি আমার আব্বুর কষ্ট একটু কমিয়ে দাও : আকবরের মেয়ের আকুতি

আল্লাহ তুমি আমার আব্বুর কষ্ট একটু কমিয়ে দাও : আকবরের মেয়ের আকুতি

বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী আকবর বেশকিছুদিন থেকে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তার শারীরিক অবস্থার অব'নতি হচ্ছে। অসুস্থ বাবাকে বাঁ'চাতে শিল্পীর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে আল্লাহর কাছে আকুতি জানিয়েছে। এ নিয়ে সে ফেসবুকে একটি পোস্ট করেছে।

আকবরের মেয়ে অথৈ ফেসবুকে লিখেছে, 'আমার আব্বুর অবস্থা খুবই আশ'ঙ্কাজনক। চিকিৎসক বলেছে যেকোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। সবাই আমার অব্বুর জন্য দোয়া করবেন। যেন আব্বু তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুর কষ্ট একটু কমিয়ে দাও। আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমিন।'

উপমহাদেশের প্রখ্যাত গায়ক কিশোর কুমারের গাওয়া ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী। হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এই গান তাকে আলোচনায় নিয়ে আসে। পরবর্তীতে তার গাওয়া ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে তাকে ব্যাপক পরিচিতি পাইয়ে দেয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে