রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:০১:১৮

আজ কালজয়ী নায়ক সালমান শাহ'র মৃ'ত্যুবার্ষি'কী

আজ কালজয়ী নায়ক সালমান শাহ'র মৃ'ত্যুবার্ষি'কী

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার কালজয়ী নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর শরতের এক সকালে সমকালীন ঢাকাই চলচ্চিত্র অ'ঙ্গনে সব থেকে বড় শূ'ন্যতা তৈরি করে বি'দায় নিয়েছেন তিনি। আজ রোববার (৬ সেপ্টেম্বর) এই মহানা'য়কের ২৪তম মৃ'ত্যুবা'র্ষিকী।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। তাঁর বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। সালমান ছিলেন পরিবারের বড় ছেলে। বাংলা সিনেমার সেইসময়কার তু'মুল জনপ্রি'য় নায়ক সালমান শাহ আ'ত্মহ'ত্যা করেছিলেন নাকি তাঁকে খু'ন করা হয়েছিল ২৪ বছরেও পুরোপুরি মীমাং'সা হয়নি এ প্রশ্নের। যদিও চলতি বছরের শুরুর দিকে তৃ'তীয় দ'ফা তদ'ন্তেও শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, চিত্রনায়ক সালমান শাহকে হ'ত্যার অভি'যোগের প্র'মাণ মে'লেনি। দুই যুগ আগের এই চলচ্চিত্র তারকা ‘আ'ত্মহ'ত্যাই করেছিলেন’ জানিয়ে প্রতি'বেদন জ'মা দেয় পিবিআই।

মাত্র সাড়ে পাঁচ বছরের চলচ্চিত্র-জীবনে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করা সালমান শাহ ঢাকাই সিনেমার মো'ড় ঘু'রিয়ে দিয়েছিলেন। নব্বইয়ের দশকে যারা বয়সে ছিলেন কিশোর-তরুণ, তাদের অনেকের হৃ'দয়েই সালমান শাহ বাংলাদেশের ‘সেরা রোমা'ন্টিক অভিনেতা’ হয়ে থাকবেন। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে শো'বিজে আসেন সালমান শাহ।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে