সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:২১:২৯

'কাউকে ভালবেসে যদি গ্রেফ'তার হতে হয়, রিয়া সে জন্য প্র'স্তুত'

'কাউকে ভালবেসে যদি গ্রেফ'তার হতে হয়, রিয়া সে জন্য প্র'স্তুত'

বিনোদন ডেস্ক : জি'জ্ঞা'সাবা'দ চ'লছে রিয়া চক্রবর্তীর। এনসিবি'র দ'ফ'তরে সকাল সাড়ে ১১টা নাগাদ পুলিশি প্র'হরা'য় পৌঁছে গিয়েছেন রিয়া। মা'দ'ক কা'ণ্ডে ভাই শৌভিকের পর আজই তাকে গ্রে'ফ'তার করা হবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জো'র জ'ল্প'না। রিয়া কি আগাম জামিনের জন্য আবেদন করেছেন? কী বলছেন তাঁর কৌঁ'সুলি?

রিয়ার আইনজীবী সতীশ মানশি'ন্ডে এ দিন সংবাদ সং'স্থাকে বলেন, ''বিহার পুলিশ থেকে শুরু করে সিবিআই, ইডি এবং এনসিবি কোনও ক্ষেত্রেই রিয়া কোনও আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেননি।'' পাশপাশি সতীশ যোগ করেন, ''কাউকে ভালবাসা যদি অ'পরা'ধ হয় তবে তার মূল্য দিতে প্র'স্তু'ত রিয়া। প্র'স্তু'ত গ্রেফ'তার হতেও।''

অন্য দিকে ছেলে শৌভিকের গ্রেফ'তারি নিয়েও মুখ খু'লে'ছেন রিয়া-শৌভিকের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। তিনি বলেন, ''অভিনন্দন ভারত। আমার ছেলে গ্রেফতার হয়েছে। আমি নি'শ্চি'ত এর পর আমার মেয়ের পালা। সুচারু ভাবে একটি মধ্যবিত্ত পরিবারকে ধ্বং'স করে দিয়েছ তুমি। কিন্তু না, 'ন্যা'য়বি'চা'র'-এর জন্য তো সবই ঠিক। জ'য় হি'ন্দ।''

রোববার এনসিবি'র দ'ফ'তরে প্রবেশের সঙ্গে সঙ্গেই ছবি শি'কা'রি'রা ছেঁ'কে ধ'রেন রিয়াকে। এর আগে মুম্বাই পুলিশের কাছে তার এবং তার পরিবারের জন্য নি'রা'প'ত্তা চেয়েছিলেন রিয়া। সেই মতোই মুম্বাই পুলিশের নি'রা'প'ত্তার ঘে'রা'টো'পে এত দিন সিবিআই, ইডি-র দফতরে হা'জি'রা দিচ্ছিলেন রিয়া। কিন্তু আজ প্রথম বার এনসিবি'র দ'ফ'তরে পৌঁছতেই পা'পা'রাৎ'জি'র ক'ব'ল থেকে র'ক্ষা পেলেন না রিয়া। 

গত শনিবার রাতে মা'দ'ক সে'বন ও পা'চারের অ'ভি'যো'গে গ্রেফ'তার করা হয়েছিল রিয়ার ভাই শৌভিক এবং সুশান্তের প্রা'ক্ত'ন হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। রবিবার গ্রেফ'তার করা হয় সুশান্ত-কা'ণ্ডে অন্যতম প্র'ত্য'ক্ষদ'র্শী অভিনেতার কর্মচারী দীপেশকে। তার বি'রু'দ্ধে অ'ভি'যো'গ, মা'দ'ক পা'চা'রে যু'ক্ত ছিলেন তিনিও। এনসিবি সূ'ত্রে খবর, জে'রায় শৌভিক আরও বেশ কয়েক জন মা'দ'ক পা'চারকা'রীর নাম প্র'কা'শ্যে এনেছেন। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে