শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৭:৩০

সুশান্তের জন্য যা করে তাক লাগিয়ে দিলেন এই বাঙ্গালী!

সুশান্তের জন্য যা করে তাক লাগিয়ে দিলেন এই বাঙ্গালী!

বিনোদন ডেস্ক : দিন কয়েক আগেই সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা মাদাম তুসোর মিউজিয়ামে প্রয়াত অভিনেতার স্ম'রণে মোমের মূ'র্তি গড়ার আবেদন রেখেছিলেন। ভা'ইরাল সেই আরজি মিউজিয়াম কর্তৃপক্ষের কানে না পৌঁ'ছলেও বাংলার এক মোমশিল্পী কিন্তু ইতিমধ্যেই অভিনেতার মোমের মূ'র্তি গড়ে তাক লাগিয়ে দিলেন। যিনি কিনা অতীতে প্রণব মুখোপাধ্যায়েরও মোমের মূর্তি গড়ে প্রশংসা আদায় করেছিলেন স্বং প্রাক্তন রাষ্ট্রপতির কাছ থেকে।

দেশবাসী অচিরেই হা'রালেও মহালয়ায় আবির্ভা'ব ঘ'টল সুশান্ত সিং রাজপুতের । মোমের মূর্তির মধ্য দিয়েই যেন আবার জেগে উঠলেন ভ'ক্তদের প্রিয় এসএসআর। তাঁর মৃ'ত্যু রহস্যের কিণারা এখনও হয়নি, এরই মধ্যে আসানসোলের মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় তৈরি করলেন প্র'য়াত অভিনেতার মোমের মূ'র্তি। তবে এবার কারও বরাতে নয়, অভিনেতাকে স্মরণে রাখতে, সম্মান জানাতে মূর্তিটি তৈরি করে রাখলেন আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে।

মহালয়ার দিন ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫ ফুট ১০ ইঞ্চির সুশান্তের এই মোমের মূ'র্তি উন্মোচিত হল। একদিকে ম'হালয়া পিতৃপুরুষ তর্পনের দিন। অন্যদিকে দেবীপক্ষের সূচনা। বিশেষ দিনে অন্য এক সুশান্ত সিং রাজপুতকে দেখলেন শহরবাসী। সেই একই চেহারা, একই উচ্চতা, অমলিন মুখের হাসি। শিল্পী নিপুণভাবে তুলে ধরেছেন তাঁর শিল্পকর্মের মধ্য দিয়ে। একটি চেয়ারের সামনে হাত দিয়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে এসএসআর। সেই চেয়ারে বসে কেউ ছবি তুলছেন। কেউ তুলছেন সেলফি। ভেতরে সাদা টি-শার্ট, উপরে বোতাম খোলা ডেনিম জ্যাকেট। আনসেভ কিন্তু ট্রিমিং করা রাফ অ্যান্ড টাফ লুক, আর সেই আগোছালো ব্যাকব্রাশ চুল। শহরবাসী যতই দেখছেন, ততই অভিভূত হয়ে যাচ্ছেন। যেন চোখের সামনে সত্যিই দাঁড়িয়ে রয়েছেন ধোনি বায়োপিকের সেই হিরো।

শিল্পী সুশান্ত রায় বললেন, “‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমা দেখার পরেই আমি অভিনেতার গুনমুগ্ধ হয়ে পড়ি। কিন্তু তাঁর হঠাৎ মৃ'ত্যু সবার মতো আমাকেও নাড়িয়ে দেয়। অভিনেতাকে স্মৃ'তিতে রাখতে তাঁর প্রতি সম্মান জানাতে মোমের মূর্তিটি তৈরি করলাম। গত দেড় মাসের প্রচেষ্টায় এই মূ'র্তিটি পূর্ণাঙ্গরূপ পেয়েছে। মোমশিল্পী সুশান্ত রায় বলেন, দেশবাসীর সঙ্গে আমিও চাই তাঁর অস্বাভাবিক মৃ'ত্যুর পূর্ণাঙ্গ তদ'ন্ত হোক।”-সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে