শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫০:৪০

কঙ্গনা তুমি সীমান্তে যাও এবং চীনের সঙ্গে যু'দ্ধ করো : কঙ্গনা

কঙ্গনা তুমি সীমান্তে যাও এবং চীনের সঙ্গে যু'দ্ধ করো : কঙ্গনা

বিনোদন ডেস্ক : এই বাকযু'দ্ধ থামারই নয়। প্রায় প্রতিদিন নতুন কারোর সঙ্গে বিবা'দে জড়িয়ে যাচ্ছেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। এবারে কঙ্গনার বি'রু'দ্ধে মুখ খুললেন অনুরাগ কশ্যপ। এদিন, অনুরাগ বলেন, কঙ্গনা যদি সত্যি যো'দ্ধা হন তাহলে তার উচিত চীন সীমান্তে গিয়ে যু'দ্ধে অংশ নেওয়া। অভিনেত্রী এই খোঁ'চার মো'ক্ষম জ'বাব দেন। 

এখনও পর্যন্ত কঙ্গনা সবার মুখের সামনে দাড়িয়েই যোগ্য জবাব দিয়েছেন, তাই অনুরাগই বা কেন বা'দ যাবেন? অভিনেত্রী কঙ্গনা রানাউত, নিজের আত্মসম্মান ও মর্যাদা প্রসঙ্গে ট্যুইট করে জানান, "আমি ক্ষ'ত্রিয়। আমার শি'রচ্ছে'দ হলে সেটাও মেনে নেব, তবে আমি মাথা ন'ত করতে শিখিনি। মান, সম্মান, আত্মসম্মানের সঙ্গেই আমি বাঁচতে শিখেছি। আর আমি দেশভক্ত হিসাবেই বাঁচতে চাই! নিজের সিদ্ধান্তের সঙ্গে কোনওদিনও আপো'স আমি করিনি এবং করবো না। জয় হিন্দ!"

এরপর অনুরাগ লেখেন, "হ্যাঁ বোন একমাত্র তুই পারবি.. একমাত্র মনিকর্ণিকা। চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে তুমি চলে যাও এবং চীনের সঙ্গে ল'ড়া'ই কর। দেখ আমাদের এলাকায় কতদূর ঢু'কে পড়েছে ওরা। ওদের দেখিয়ে দাও যতক্ষণ তুমি আছো ততক্ষণ আমাদের চিন্তার কোনও কারণ নেই। যাও, আমাদের বা'ঘি'নী। জয় হিন্দ।"

কঙ্গনা যে বা'ঘি'নীর মত ল'ড়া'ই করছেন তা হয়তো বলিউড বুঝে গেছে। কিন্তু কেউ যদি কঙ্গনার আ'ত্মম'র্যা'দা নিয়ে ক'টা'ক্ষ করে তাকেও ছেড়ে কথা বলেন না কঙ্গনা। সেইমত, অনুরাগের ট্যুইটের জবাবও কঙ্গনা দিয়েছেন। এদিন তিনি লেখেন, "আচ্ছা আমি সীমান্তে যাব, তাহলে তোমাকেও পরবর্তী অলিম্পিকে যোগ দিতে যেতে হবে। দেশের সোনার পদক চাই। এটা কোনও বি-গ্রেড ছবির চিত্রনাট্য নয়, যেখানে একজন শিল্পী যা ইচ্ছা তাই হয়ে যাবে। রূপককে খুব সিরি'য়াসলি নিয়ে ফেলছো তুমি আজকাল। এত বো'যেসব সিদ্ধান্ত হল বিজিবি-বিএসএফ বৈঠকেকা কবে থেকে হলে তুমি? আমরা যখন বন্ধু ছিলাম তখন তো তুমি বেশ চালাক ছিলে।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে