রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৮:৫৮

সুশান্তের সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিল পরিণীতি : অতীত নিয়ে মুখ খুললেন অনুরাগ

সুশান্তের সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিল পরিণীতি : অতীত নিয়ে মুখ খুললেন অনুরাগ

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুত ''প্র'বলে'মি'টক'' ছিল সেই কারণেই অভিনেতার সঙ্গে ভবিষ্যতে কাজ না করবার সিদ্ধান্ত নিয়েছিলেন অনুরাগ কাশ্যপ। সুশান্তের মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগে অভিনেতার ম্যানেজারকে সে কথা জানান অনুরাগ। সম্প্রতি সাংবাদিক ফায়ে ডিসুজাকে দেওয়া সাক্ষাত্কারে অনুরাগ সেই অতীত নিয়ে ফের মুখ খুললেন।

দিন কয়েক আগে নিজেই সেই হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রি'নশ'ট পোস্ট করে অনুরাগ বলেন, সুশান্ত তাকে অনেকবার এড়িয়ে গিয়েছিল, যার জন্য নাকি অনুরাগের একটা ছবির কাজ শুরুই হয়নি। সাক্ষাত্কারে সুশান্তকে নিয়ে বেশ কিছু চা'ঞ্চ'ল্যকর মন্তব্য করেছেন গ্যাংস অফ ওয়াসিপুর পরিচালক। 

অনুরাগ জানান, সুশান্তকে নিজের 'হাসি তো ফাসি' প্রোজেক্টের জন্য চূড়ান্ত করেছেন তিনি। যদিও এই ছবি ছেড়ে যশ রাজ ফিল্মসের সঙ্গে তিন ছবির চু'ক্তি স্বাক্ষর করেছিলেন সুশান্ত। শুধু তাই নয়, পরিণীতি চোপড়া নাকি এই ছবিতে সুশান্তের সঙ্গে কাজ করতে রাজি হননি। অনুরাগ বলেন, 'ওর হাসি তো ফাসি করবার কথা ছিল, এবং আমরা লিডিং লেডির খোঁ'জ করছিলাম। এরপর পরিণীতি চোপড়াকে আমরা এই ছবির অফার দিই। পরি জানায়- 'আমি কোনও টেলিভিশন অভিনেতার সঙ্গে কাজ করতে চাই না।'

অনুরাগ বলেন, আমরা পরিকে বলেছিলাম সুশান্ত কাই পো ছে করছে, পিকে করছে। তাই যেই সময় হাসি তো ফাসি সামনে আসবে সেই সময় সুশান্ত আর শুধু টেলিভিশন অভিনেতা থাকবে না। সেই সময় পরিণীতি শুদ্ধ দেশি রোম্যান্স বলে যশরাজের একটা ছবি করছিল। ওই নিশ্চয় যশরাজকে এই বিষয়টা বলেছিল। এরপর যশরাজ থেকে সুশান্তকে ডাকল এবং হয়ত বলেছিল তুমি শুদ্ধ দেশি রোম্যান্স কর-ওই ছবিটা করবার দরকার নেই। এরপর সুশান্তে আমাদের কাছ থেকে গায়েব হয়ে গেল।'

অনুরাগ যোগ করেন, ''এটা সবাই বুঝবে যশ রাজের সঙ্গে চু'ক্তিবদ্ধ হওয়াটা অবশ্যই অনেক বড় সুযোগ।' শুদ্ধ দেশি রোম্যান্সে পরিণীতি জুটি বেঁধেছিলেন সুশান্তের সঙ্গে। অন্যদিকে হাসি তো ফাসিতে একসঙ্গে দেখা গিয়েছিল পরিণীতি এবং সিদ্ধার্থ মালহোত্রাকে। ২০১৪ সালে মুক্তি পায় বিনিল ম্যাথু পরিচালিত এই ছবি। যার যৌথ প্রযোজক ছিলেন করণ জোহর, অনুরাগ কশ্যপ, বিক্রম আদিত্য মোটওয়ানি এবং বিকাশ বহেল।

অনুরাগের দাবি, ২০১৬ সালে আরও একটি ছবির অফার সুশান্তকে দিয়েছিলেন তিনি। 'কয়েক বছর পর, ২০১৬ সালে এমএস ধোনি:দ্য আনটোল্ড স্টোরি মুক্তির আগে মুকেশ সুশান্তকে গিয়ে বলেছিল অনুরাগ একটা ছবির চিত্রনাট্য লিখেছে এবং একজন অভিনেতার খোঁ'জ করছে যে উত্তরপ্রদেশ বা সংলগ্ন এলাকার কেউ হবে। এরপর ধোনি রিলিজ করল, সফল হল এবং আমাকে কোনওদিন পা'ল্টা ফোন করল না সুশান্ত। কিন্তু আমি রা'গ করিনি। আমি নিজের মতো করে মুক্কাবাজ ছবি বানিয়েছি।' সূত্র : হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে