মোহিতের ‘হাফ গার্লফ্রেন্ড’ শ্রদ্ধা
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনােদন ডেস্ক : অবশেষে জল্পনার অবসান হল৷ মোহিত সুরির ‘হাফ গার্লফ্রেন্ডে’র লিড রোলে দেখা যাবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে৷ এতদিন ধরে চলছিল নায়িকা খোঁজার পালা৷ পরিণীতি চোপড়া ও কৃতি স্যানোনের নামও শোনা যাচ্ছিল এই চরিত্রের জন্য৷ কিন্তু বাজিমাত করলেন শ্রদ্ধা৷ এমনটাই সূত্রের খবর৷
এই প্রজন্মের জনপ্রিয় সাহিত্যিক চেতন ভগতের ‘হাফ গার্লফ্রেন্ড’ উপন্যাস অবলম্বনে মোহিত সুরির এই ছবি৷ শ্রদ্ধা-মোহিত নতুন জুটি নয়৷ এর আগেও তারা ‘আশিকি টু’ ও ‘এক ভিলেন’-এর মতো সফল ছবি উপহার দিয়েছেন৷ ছবিতে শ্রদ্ধার সঙ্গে অভিনয় করবেন আদিত্য রায় কাপুর৷ এর আগে শ্রদ্ধাকে কখনও দিল্লি গার্লের চরিত্রে দেখা যায়নি৷ চেতন ভগতের গল্পের পাতা থেকে উঠে আসা সেই চরিত্রে শ্রদ্ধা নিজেকে কতটা প্রমাণ করতে পারেন সেটাই এখন দেখার বিষয়৷
২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �