বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০, ০৮:৪৪:০৮

সে পুরুষ নাকি, তার কোনো পরিচয় হয় না : শাকিব খান

সে পুরুষ নাকি, তার কোনো পরিচয় হয় না : শাকিব খান

বিনোদন ডেস্ক : চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জয়া আহসানের পর এবার ধ'র্ষ'ণের বি'রু'দ্ধে মুখ খুললেন শাকিব খান। তিনি দল, মত ও ক্ষমতা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ধ'র্ষ'ণকারীদের দ্রুত বিচার নি'শ্চিত করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) শাকিব খান তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই দাবি জানান।

শাকিব লেখেন, ‌''সবকিছুর প্রথমে নারীর পরিচয় তিনি একজন মানুষ। সমাজ এখনও অনেকক্ষেত্রে নারীকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না! তারপরই একজন নারী কারও মা, কারও বোন। এই কারও মা, বোন, মানুষ সত্ত্বা নারীকে মানুষ হিসেবেই মানুষের শ্রদ্ধা করা উচিত, গণ্য করা উচিত, মান্য করা উচিত—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।''
 
''একজন নারী একজন মা, পৃথিবীর কোনো কিছু মায়ের সঙ্গে তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধ'র্ষ'ণের মান'সিকতা মনের মধ্যে লালন করে বেড়ায়— তার কোনো পরিচয় হয় না। সে পুরুষ নাকি, তার চেয়ে বড় তিনি কখনোই মানুষ নন। তার একমাত্র পরিচয় সে ধ'র্ষ'ক।''
 
''আমি সচেতন মানুষ হিসেবে আমার দায়ব'দ্ধতার জায়গা থেকে এই ধ'রনের ঘৃ'ণিত অ'পরা'ধের বি'রু'দ্ধে আমি আমার কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। এমনকি আমার শুটিং চলতি ছবি ''নবাব এলএলবি'' সিনেমাতেও ধ'র্ষণের মতো জ'ঘ'ন্য বিষয়টিকে প্লট হিসেবে বেছে নিয়েছি।''

''দেশে ম'হামা'রির চেয়েও ভ'য়ং'করভাবে ছড়িয়ে পড়েছে ধ'র্ষ'ণের মতো জ'ঘ'ন্যতম অ'পরা'ধ। এর কারণ এসব মানুষরূপী নরপ'শুদের নৈতিক অ'ব'ক্ষয়, মা'দকের বিস্তার, ধ'র্ষ'ণসং'শ্লি'ষ্ট আইনের সীমাব'দ্ধতা, বিচার প্র'ক্রিয়ায় প্রতিব'ন্ধকতা এবং বিচারের দীর্ঘসূ'ত্রতা। দল, মত, ক্ষ'মতা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ধ'র্ষ'ণকারীদের দ্রুত বিচার নি'শ্চি'ত চাই। দৃ'ষ্টা'ন্তমূলক শা'স্তি চাই।''

উল্লেখ্য, ইতোমধ্যে শাকিব খানের 'নবাব এলএলবি' সিনেমাটির সংলাপ দৃশ্যের শুটিং শেষ হয়েছে। বাকি কেবল গান ও ফাটিংয়ের চিত্রায়ণ। সব কাজ শেষে আগামী ২৩ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে সিনেমাটি। অনন্য মামুনের পরিচালনায় এই সিনেমার বিষয়বস্তুও ধ'র্ষ'ণকেন্দ্রিক। এ সিনেমায় শাকিব খান একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন। তার সঙ্গে আছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে