রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০১:৫৭:৫৭

শিল্পী উমার যৌতুকের মামলায় জামিন পেলেন হেলাল খান

শিল্পী উমার যৌতুকের মামলায় জামিন পেলেন হেলাল খান

বিনোদন ডেস্ক : স্ত্রী শিল্পী উমা খানের দায়ের করা যৌতুকের মামলায় জামিন পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক হেলাল খান। রোববার মামলাটির ধার্য তারিখে তিনি ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১০ ডিসেম্বর মামলাটি দায়ের করেন শিল্পী উমা খান। ওইদিন আদালত ৩ জানুয়ারি হেলাল খানকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। উমা খানের পক্ষে আইনজীবী হাবিবুর রহমান পিন্টু মামলা পরিচালনা করেন। যৌতুক আইনের ৪ ধারায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৬ সালের ২৬ ফেব্রুয়ারি হেলাল খানের সঙ্গে উমা খানের বিয়ে হয়। বিয়ের সময় তার পরিবার ১০ ভরি স্বর্ণালংকার এবং আসবাবপত্রসহ মোট ১০ লাখ টাকার জিনিসপত্র দেয়। পরবর্তী সময়ে তাদের দুইটি পুত্র সন্তান ফয়সাল খান হেলাল (২৯) ও শৈবাল খান হেলাল (২৩) জন্মগ্রহণ করে, যারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। বিয়ের পর কিছুদিন তাদের দাম্পত্য সম্পর্ক ভালো থাকলেও পরবর্তী সময়ে পরনারী আসক্ত হেলাল খান উমা খানের কাছে ৬০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মারধর করে। এতে উমা খান অসুস্থ হয়ে পড়লে তাকে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ওই সময় হেলাল খানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিলে হেলাল খান মাফ চান পরবর্তিতে মামলা করা থেকে বিরত থাকেন। এরপর কিছুদিন ভালো থাকার পর পুনরায় হেলাল খান প্রতিনিয়ত যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। সর্বশেষ গত ৭ ডিসেম্বর রোড নং-১১, বাড়ি নং- ১৫, অ্যাপার্টমেন্ট নং-৪/সি বারিধারার বাসায় উমা খানের কাছে ৬০ লাখ টাকা যৌতুক দাবি করেন। উমা খান টাকা না দিতে অস্বীকৃতি জানালে মারধর করে বাসা থেকে বের করে দেন। একই সঙ্গে হুমকি প্রদান করেন যে, ৬০ লাখ টাকা যৌতুক না দিলে তালাক দেবেন, প্রয়োজনে যৌতুক নিয়ে অন্যত্র বিয়ে করবেন। প্রসঙ্গত, বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থারও (জাসাস) নেতা হেলাল খানকে গত ১৬ ফেব্রুয়ারি নাশকতার দুই মামলায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরবর্তী সময়ে তিন মাসের অধিক সময় তিনি মামলাগুলোয় কারাভোগ করে জামিনে মুক্তি পান। ৩ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে