ফারিয়া বলেলেন, ফিল্ম ছাড়া কোন কথা হবে না!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : উপস্থাপনা ও মডেলিং থেকে ২০১৫ সালে চলচ্চিত্রে যাত্রা করে নুসরাত ফারিয়া। এ পর্যন্ত তার একটি সিনেমা মুক্তি পেয়েছে। কাজ করছেন ‘হিরো ৪২০’ ছবিতে।
এদিকে এই উঠতি নায়িকার ইচ্ছে, ২০১৬ সালে তিনি শুধু সিনেমা নিয়েই থাকতে চান। 
ফারিয়া জানিয়েছেন, ‘নতুন বছরের পুরোটা সময় সিনেমা জুড়ে থাকব। ২০১৬ সালটা শুধু ফিল্ম আর ফিল্ম। ফিল্ম ছাড়া কোন কথা হবে না। অনেকগুলো ভালো সিনেমার কাজ হবে। তিন থেকে চারটা সিনেমা এ বছর মুক্তি পাবে।’
বলিউডের কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘বলিউডে যে সিনেমাটিতে কাজ করার কথা সেটা এ বছরই শুরু হবে। একটু লেট হচ্ছে, এটা আমার জন্য ভালো কারণ এতে কাজের প্রস্ততি নিতে পারছি।’
উল্লেখ্য, জাজ মাল্টি মিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। তার প্রথম ছবি ছিল ‘অাশীকি’। এতে তার বিপরীতে নায়ক ছিলেন কলতাকাতার অঙ্কুশ। ছবিটি ঢাকার জাজ ও কলকাতা এসকে মুভিজ যৌথভাবে প্রযোজনা করেন। বর্তমানের ‘হিরো ৪২ ‘ ছবিটিও যৌথ প্রযোজনা করছেন একই প্রযোজনা সংস্থা দু’টি। 
০৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন