বাবার সাথে একই ছবিতে মেয়ে
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : দক্ষিণি ছবির অত্যন্ত জনপ্রিয় অভিনেতা কমল হাসান। যার বিপরীতে অভিনয় করতে অনেকেই মুখিয়ে থাকেন। এবার সেই কমল হাসানের সঙ্গে একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তারই মেয়ে শ্রুতি হাসান। 
তবে সিনেমাতেও নাকি বাস্তবের মতো বাবা-মেয়ের ভূমিকাতেই থাকবেন তারা। 
ভারতের একটি সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, রাজবির কুমারের পরিচালনায় কমল হাসান ও তার মেয়ে শ্রুতি হাসান চুক্তিবদ্ধও হয়ে গেছেন। তারা একসঙ্গে কাজ করছেন নিশ্চিত হলেও কবে নাগাদ বা সিনেমার নাম কি এসম্পর্কে কিছু জানা যায়নি।
০৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন