শাহরুখের সঙ্গে আবারও জুটি বাঁধতে চান জুহি চাওলা
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : একসময় বলিউডে অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন শাহরুখ-জুহি চাওলা জুটি। সর্বশেষ এ জুটি অভিনয় করেছেন ২০০৫-এ, ‘পহেলি’ ছবিতে। এরপর আর তাদের এক সঙ্গে দেখা মিলে নি। তবে আবারও শাহরুখের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে আগ্রহী জুহি।
সম্প্রতি জুহিকে প্রশ্ন করা হয়, ফের রূপালী পর্দায় হিট ‘শাহরুখ-কাজল’ জুটি। ‘দিলওয়ালে’তে তাদের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ‘জুহি-শাহরুখ’ জুটিকে আবার কবে এক ফ্রেমে দেখতে পাওয়া যাবে? 
এমন প্রশ্নের উত্তরে জুহি বলেন, আপনারা এই একই প্রশ্ন শাহরুখকে কেন করছেন না? যদি বিষয়টি আমার হাতে থাকত, তবে এই বছরই একসঙ্গে অভিনয় করতাম। 
তিনি আরও বলেন, এর জন্য প্রয়োজন একটি স্ক্রিপ্ট ও একজন পরিচালক। তিনি জানিয়েছেন, শাহরুখের সঙ্গে অভিনয় করতে পছন্দ করেন।
এর আগে ‘ইয়েস বস’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘ডর’-এর মতো বহু অসাধারণ ছবি উপহার দিয়েছে বলিউডের জুহি-শাহরুখ জুটি। পর্দার বাইরেও শাহরুখ ও জুহির মধ্যে বহু বছর ধরে বন্ধুত্বের সম্পর্ক। শুধু শাহরুখই নয়, আমির খান ও সলমন খানের সঙ্গেও অভিনয়ের ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।
০৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �