বুধবার, ০৯ ডিসেম্বর, ২০২০, ০৭:০২:৪৮

মজার ছলেই ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন মাহি! পৃথিবীতে এই প্রথম খাটের...

মজার ছলেই ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন মাহি! পৃথিবীতে এই প্রথম খাটের...

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অল্প সময়ে যিনি জয় করে নিয়েছেন কোটি ভক্তের মন। তবে সুন্দরী এই নায়িকা শুধু ভালো অভিনয়ই করেন না, রান্নাও করতে জানেন। সম্প্রতি তিনি ডিম ভাজার একটি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যায়, খাটের উপরেই চুলা রাখা, তার উপরে বসানো হয়েছে কড়াই। আবার খাটের উপরেই ডিম ভাজির সব উপকরণ রাখা; ডিম, পেয়াজ-মরিচ কুচি-লবণ-তেল। এরপর একটি একটি করে ডিম ফাটিয়ে ডিম ভাজার জন্য প্রস্তুত হলেন রাঁধুনী। নিছক মজার ছলেই ফেসবুকে নিজের ডিম ভাজির ভিডিওটি আপলোড করেছেন নায়িকা মাহি।

ভিডিওতে তিনি বলেছেন, সবাই বলবে আরে এতো শুধু ডিম ভাজি! তাদের বলছি, আপনার সিরিয়াস হবেন না। এটা শুধু মজা করেই করা।  
মাহির এই ভিডিও দেখে তার ভক্ত-অনুরাগীরাও মজার মজার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, পৃথিবীতে এই প্রথম খাটের ওপর ডিম ভাজি দেখলাম!

আরেকজন লিখেছেন, এই যে মাহি এইসব সাধারণ ডিম ভাজি দিয়ে কাজ হবে না। পরবর্তীতে পানি সিদ্ধ করার অসাধারণ রেসিপি নিয়ে হাজির হও...

মাহি ফেসবুকে ডিম ভাজার ভিডিওটির প্রথম পর্ব আপলোড করেছেন। তার মানে পরবর্তী এই ডিম ভাজার আরো পর্ব আসতে পারে। তাই আরেকজন লিখেছেন, ডিম ভাজা নিয়ে ১০০ পর্বের একটা সিরিয়াল তৈরি করেন! প্রতি বুধবার রাত ৩ টায় ৪৫ মিনিট করে সম্প্রচার করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে