বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১, ১২:২৫:৩০

কলকাতায় মোশাররফ করিমকে দেখতে ছুটে গেলেন মিথিলা-সৃজিত

কলকাতায় মোশাররফ করিমকে দেখতে ছুটে গেলেন মিথিলা-সৃজিত

বিনোদন ডেস্ক : গত শুক্রবার কলকাতার ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ব্রাত্য বসু পরিচালিত নতুন সিনেমা 'ডিকশনারি'। এই ছবির মধ্য দিয়ে প্রথমবার কলকাতার কোনো সিনেমায় অভিনয় করলেন মোশাররফ করিম। ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দিতে গত বুধবার সেখানে যান দেশের তারকা এই অভিনেতা।

ছবি মুক্তির শুরুতেই আলোচনায় আসেন মোশাররফ করিম। কেননা কলকাতা বিলবোর্ডজুড়ে বড় জায়গা দখল করে নেন এই বাংলাদেশের মেধাবী অভিনেতা। শুধু প্রিমিয়ার অনুষ্ঠান নয়, মুক্তির প্রথম দিনেও কলকাতায় আছেন তিনি। ঘুরছেন কলকাতা শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে। আর সবখানেই দেখা পাচ্ছেন তার অসংখ্য ভক্ত-অনুরাগীকে।

এর মধ্যে থেমে থেমেই পড়তে হয়েছে সেলফি শিকারিদের পাল্লায়। অন্তত ডিকশনারির প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুক পেইজের একটি লাইভ ভিডিওতে তেমন দৃশ্যই দেখা গেল। শুধু তা-ই নয়, মোশাররফ করিমের এই সিনেমার প্রিমিয়ারে ছুটে যান বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মিথিলা ও তার স্বামী সৃজিত মুখার্জি। 

এর আগে বৃহস্পতিবার 'ডিকশনারি'র প্রিমিয়ার অনুষ্ঠানে ছবির কলাকুশলী, নির্মাতা ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার নামিদামি তারকা নির্মাতা ও অভিনেতারা। সৃজিত মুখার্জীকে নিয়ে সেখানে এসেছিলেন মিথিলাও। এই ছবির পোস্ট প্রডাকশনের কাজ করেছেন কলকাতার অনির্বাণ মাইতি। তিনি জানিয়েছেন, কলকাতার ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ডিকশনারি'। ছবিটি নিয়ে আশাবাদী সবাই।

বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প 'বাবা হওয়া' ও 'স্বামী হওয়া' অবলম্বনে নির্মিত হয়েছে 'ডিকশনারি'। গল্প দুটির মতোই ছবিতেও দুটি স্তরে কাহিনি উঠে এসেছে। কলকাতার আবির-নুসরাত অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। এ অংশটি 'স্বামী হওয়া' গল্পকে কেন্দ্র করে, অন্যদিকে 'বাবা হওয়া' গল্প অবলম্বনে পৌলমী-মোশাররফের কাহিনি দেখানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে