মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ০৭:০৪:২৯

'রায়াকে বাঁচাতে চেয়েছিলেন', নচিকেতার হেরে যাওয়ার গল্প

'রায়াকে বাঁচাতে চেয়েছিলেন', নচিকেতার হেরে যাওয়ার গল্প

বিনোদন ডেস্ক : রায়াকে বাঁচাতে চেয়েছিলেন নচিকেতা। পারলেন না, না ফেরার দেশে চলে গেলেন রায়া। কে রায়া? রায়া সম্পর্কে খুব বেশি জানা যায়নি। তবে নচিকেতা নিজেই বলেছিলেন, রায়া তার মেয়ের বান্ধবী। শরীরে বাসা বেঁধেছিলে মারণব্যাধি। রায়াকে বাঁচাতে উঠেপড়ে লেগেছিলেন ভারতের জনপ্রিয় এই বাংলা ভাষার কণ্ঠশিল্পী।

জীবন বাস্তবতা থেকে শব্দ কুড়িয়ে গল্প বলা নচিকেতা আজ যেন নিজেই শব্দহীন হয়ে পড়লেন, বাক্যহীন হয়ে পড়লেন। একটা আফসোস আর ব্যর্থতার জাল ক্রমশ ঘিরে ধরলো। নিজের আক্ষেপের কথা সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন নচিকেতা। লিখেছেন, 'আমাদের রায়া। আমরা সকলে মিলে চেষ্টা করেছিলাম, কিন্তু রায়াকে আমরা রাখতে পারলাম না। জীবনের গল্প বলা সেই সকাল আমরা রায়ার জন্য আনতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না।'

নচিকেতা বলেন, 'আমরা আমাদের সাফল্যের কথা যেমন জানাই তেমনই এ এক আমাদের হেরে যাওয়ার কথা। আমরা পারলাম না। শুধু এটুকু চাই রায়া যেখানেই থাক, যেন ভালো থাকে।' জানা গেছে, রায়াকে বাঁচাতে বিভিন্ন স্থানে কনসার্ট করেছেন নচিকেতা। 

একজন প্রত্যক্ষদর্শী লিখেছেন, এ বাবা...দমদমে প্রোগ্রামে গিয়েছিলাম মেয়েটির মা কে দেখেছিলাম...উনার জন্য খারাপ লাগছে। সমব্যথী। রায়ার মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন। একজন লিখেছেন, 'মৃত্যুর কোনো বয়স হয় না, সন্তান এক অমূল্য সম্পদ, যারা হারিয়েছেন তাদের কাছে কোনো কিচ্ছুই সান্ত্বনা হয় না, সেটা আমি জানি।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে