বুধবার, ৩০ জুন, ২০২১, ১১:০৫:০১

‘কুমিরের খাঁ'চায় গিয়ে বলব আমাকে স্প'র্শ করো না, তা হয় না’

‘কুমিরের খাঁ'চায় গিয়ে বলব আমাকে স্প'র্শ করো না, তা হয় না’

হানজালা শিহাব: ‘২৩ বছর বিনোদন জগতে কাজ করেছি। কোনো দিন কোনো ক্লা'বে যাইনি। কোনো বা'রে যাইনি। বার বা ক্লা'বগুলোতে কী হয় তা কে না জানে! আমি কুমিরের খাঁ'চায় গিয়ে বলব- আমাকে স্প'র্শ করো না, তা হয় না।’ কথাগুলো বলছিলেন একসময়ের ছোট পর্দার তু'মু'ল জনপ্রিয় অভিনয় শিল্পী এ্যানী খান।

সম্প্র'তি চিত্রনায়িকা পরীমণিকে ঢাকা বোট ক্লা'বে ধ'র্ষ'ণ ও হ'ত্যাচে'ষ্টার অভি'যোগ নিয়ে দেশব্যা'পী হৈ'চৈ পড়ে যায়। ওই ঘ'টনায় মা'মলার পর অভিযু'ক্ত দুই আসা'মিসহ পাঁচজনকে গ্রে'ফ'তার করে ঢাকা মহানগর গো'য়ে'ন্দা (ডি'বি) পুলিশ। বোট ক্লা'বে পরীকে ধ'র্ষ'ণ ও হ'ত্যাচে'ষ্টার ঘ'টনায় অভিযু'ক্ত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে পাঁচ দিনের রি'মা'ন্ডে নিয়ে সাভার মডেল থানায় জিজ্ঞা'সাদ শেষে আদালত তাদেরকে জামিন দিয়েছে। যদিও গ্রেফ'তারের সময় তাদের কাছ থেকে মা'দ'ক দ্র'ব্য উ'দ্ধা'রের ঘ'টনায় পুলিশের আরেকটি মা'ম'লায় জা'মিন না হওয়ায় আপাতত তারা কা'রাগা'রেই আছেন।

এ দিকে পরীমণি যখন বোট ক্লাবে ধ'র্ষ'ণ ও হ'ত্যাচে'ষ্টার অভি'যোগ এনে গণমাধ্যমে আ'লো'চনায় এসেছেন, এরপরই গ'ভীর রাতে গুলশান ক্লাবে গিয়ে ভাঙ'চু'র ও হ'ট্টগোল করার অভি'যোগে পরীর বিরু'দ্ধে থানায় সাধারণ ডায়েরি (জি'ডি) হয়। বিষয়টি এখনো বিনোদন পা'ড়া ও মিডিয়া পা'ড়ার আলো'চনা-পর্যালো'চনার অন্যতম ই'স্যু।

বুধবার এ প্রস'ঙ্গে জানতে চাইলে নয়া দিগন্তের সাথে মোবাইল ফোনে এক সাক্ষাৎকারে এক সময়ের অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা এ্যানী খান বলেন, কুমিরের খাঁ'চায় গিয়ে বলবো, আমাকে স্প'র্শ করো না, তা হয় না।

এ্যানী খান দীর্ঘ ২৩ বছর ছোট পর্দায় কাজ করেছেন। গত বছর মার্চ মাসে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও করোনাভাইরাস ম'হামা'রী শুরুর দিকে মিডিয়াকে গুড বাই জানান তিনি। এরপর ধর্ম-কর্মে নিজেকে ব্যস্ত রাখেন সাবেক এই অভিনয় শিল্পী।

এ্যানী খান বলেন, আমি আগে থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম। ২০২০ সালের মার্চে অভিনয় থেকে বি'দায় নিয়েছি। তখন আমার হাতে কাজ ছিল না, ব্যাপারটি এমন নয়। আমি যখন অভিনয় ছে'ড়েছি, তখন আমি ১০টি সিরিয়ালে কাজ করতাম। কিন্তু আমার জীবনে কোনো দিন বা'রে-ক্লা'বে যাইনি।

অভিনয় জগত থেকে নিজে গু'টিয়ে নেয়ার পর নামাজ, রোজা, কুরআন তেলাওয়াত, হাদিস ও ইসলামি বই-পুস্তক অধ্যয়নে মনোযোগী হন এ্যানী খান। এরই মধ্যে তিনি বাসায় কুরআন, হাদিসসহ ইসলামি সাহিত্যের ছোট একটি পাঠাগার তৈরি করেছেন। তার ওই পাঠাগারে প্রায় দেড় শ’ বই রয়েছে।

এ দিকে গত বছরের মাঝামাঝি সময় থেকে অনলাইনে ব্যবসা শুরু করেন এ্যানী। ‘শূন্য পুঁজি’ দিয়ে তার এই ব্যবসা শুরু হলেও এরই মধ্যে দেশ-বিদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক কেন্দ্রিক তার এই ব্যবসা। বিভিন্ন ডিজাইনের বোরকা, হি'জা'ব ও থ্রি-পিস অন'লাইনে অ'র্ডার নিয়ে বিক্রি করেন তিনি। ধর্মীয় কাজের পাশাপাশি ব্যবসা কেন্দ্রিক কাজে এখন ব্যস্ত সময় কা'টে তার।

এ্যানী বলেন, দুবাই ও চীন থেকে বেশিরভাগ পণ্য আনা হয়। কিছু কাজ আছে দেশের কারখানায় করানো হয়। তবে তিনি ব্যক্তিগত কোনো কারখানা করেননি। বাইরের কারখানায় কাজ করিয়ে পণ্য কিনে তিনি বিক্রি করেন। আর তিনি সম্পূর্ণ পেমে'ন্ট আগে নিয়েই পণ্য বিক্রি করেন বলেও জানান।

এসব কাজের ফাঁ'কে তিনি ইউটিউবে বিখ্যাত স্ক'লারদের ধর্মীয় আলোচনা শুনেন। নিজেও ইউটিউবে একটি চ্যানেল খু'লেছেন। যেখানে হাদিসের আলোচনা করছেন তিনিই। এরই মধ্যে তার ইউটিউব চ্যানেলটি থেকে কিছু আয় হচ্ছে। এ্যানী সি'দ্ধান্ত নিয়েছেন, ইউটিউব চ্যানেল থেকে যা আয় হবে, পুরোটাই তিনি দ্বীনি বা ধর্মীয় কাজে ব্যয় করবেন।

এ সময়ের জনপ্রিয় ও আলোচিত বাংলা চলচ্চিত্রের দুই অভিনেত্রী পরীমণি ও মাহিয়া মাহি প্রস'ঙ্গে জানতে চাইলে এ্যানী খান বলেন, মাহির আবার কী হয়েছে? তার বিষয়ে আমি কিছু জানি না। তবে পরীমণি প্রস'ঙ্গে তিনি বলেন, জানি না ওর সাথে কী করা হয়েছে। তবে আমি কুমিরের খাঁ'চায় গিয়ে বলবো, আমাকে স্প'র্শ করো না, তা হয় না। আমি আমার অভিনয় জীবনে কোনো দিন কোনো ক্লা'বে কিংবা বা'রে যায়নি। কে না জানে ওখানে কী হয়! ম'দ আল্লাহ হা'রা'ম করেছেন। ম'দ খেয়ে মা'তলা'মি করবেন, গভীর রাতে বা'রে যাবেন, নাই'ট ক্লা'বে যাবেন- তাহলে যা হওয়ার তাই তো হবে।

এ্যানী খান বলেন, পরীমণি বা মাহি আর আমার কাজের ক্ষেত্র ছিল সম্পূ'র্ণ ভি'ন্ন। আমি সব সময় নাটকে অভিনয় করেছি। টিভিতে উপস্থাপনা করেছি। তারা চলচ্চিত্রে অভিনয় করেন। কিন্তু কেউ যখন ভালো কিছু দিয়ে মনুষকে আ'কৃ'ষ্ট করতে পারে না তখন নে'গে'টিভ বিষয়গুলোতে ঝু'কে পড়ে। আর জানেনই তো, আমাদের বাঙালিরা নে'গেটি'ভ জিনিসগুলো বেশি পছন্দ করে। কিন্তু একজন অভিনয় শিল্পীর উ'গ্র হওয়ার সুযোগ নেই। আপনি যতবেশি উ'গ্র হবেন, তত দ্রু'ত প'ত'ন হবে। ... হয়েছেও তাই।

এ্যানী খানের দৃ'ষ্টি'তে, আগে যারা চিত্রনায়িকা ছিলেন, যেমন শাবানা, ববিতা, সূচরিত ...তারা নিজেদেরকে আ'ড়া'ল করে রাখতেন। তাদেরকে মানুষ দেখারও সুযোগ পেত না। তারা প্রত্যেকে একজন গু'রু মানতেন। কিন্তু এখন কী হচ্ছে?

অভিনয় জগতে ফে'রার ন্যূনতম আর কোনো সম্ভাবনা নেই জানিয়ে এ্যানী বলেন, পেছনের জীবনের জন্য আল্লাহর কাছে ক্ষ'মা চেয়েছি। অনেকে বলেন, ইউটিউবে আমার অভিনিত আগের নাটক দেখা যায়। এখানে আমার কোনো হা'ত নেই। আল্লাহ ক্ষ'মা করেছেন বা করবেন কি না তা তো এখন বুঝার সুযোগ নেই। মৃ'ত্যুর পরই তা জানা যাবে। তবে আল্লাহর ওপর আমি আ'স্থা রাখি। আল্লাহ ক্ষ'মা করবেন নিশ্চয়ই। আপনারাও দোয়া করবেন যেন বাকি জীবন ধর্মীয় ও ভালো কাজের মাধ্যমে অতিবা'হি'ত করতে পারি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে