বিনোদন ডেস্ক : ভারতীয় পরিচালক পন নলিনের ‘অ্যাংরি ইন্ডিয়ান গডেসেস’ বাজিমাত করল টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে৷ চলচ্চিত্র দুনিয়ার সাড়া জাগানো এ উৎসবে দ্বিতীয় সেরা ছবি নির্বাচিত হয়েছে তার ছবি৷
টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে এবার ৪০-এ পা৷ নারীকেন্দ্রিক এ ছবিতে মুখ্য চরিত্রে আছেন ৭ জন অভিনেত্রী৷ ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেত্রী সন্ধ্যা মৃদুল ও রাজশ্রী দেশপান্ডে৷
পিপলস চয়েস বিভাগে দ্বিতীয় সেরার সম্মান ঘোষমার সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন দুই অবিনেত্রী৷ সন্ধ্যা জানিয়েছেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না৷ গোয়া ও মুম্বাইয়ে হয়েছে ছবির অধিকাংশ অংশের শুটিং৷
রাজশ্রী জানিয়েছেন, খুব মজা করে তারা কাজটি করেছিলেন৷ টরোন্টোর স্বীকৃতি যেমন ভালোলাগার, তেমনই তার আশা, ভারতীয় দর্শকদেরও ভালো লাগবে এ ছবি৷ ভারতে অবশ্য এখনো এ ছবি মুক্তি পায়নি৷
অভিনেত্রীরা মজা করে কাজ করলেও এ ছবি নেহাতই মজার নয়৷ বরং মজার আড়ালেই সামাজিক সমস্যার বীজগুলো ধরিয়ে দিয়েছেন পরিচালক৷ সেই মুনসিয়ানাই তাকে খেতাব এনে দিল টরোন্টোর চলচ্চিত্র উৎসবে।
২১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম