বুধবার, ১১ মে, ২০২২, ০৪:২২:৫৪

'কিশমিশ' সুপারহিট, এখন পর্যন্ত যত আয়!

'কিশমিশ' সুপারহিট, এখন পর্যন্ত যত আয়!

বিনোদন ডেস্ক: বর্তমানে দুই বাংলায় এক আলোচিত জুটি দেব ও রুক্মিণী। অবশ্য আরেকটি বড় কারণ তারা প্রেমিক-প্রেমিকা। এদিকে রুক্মিণী কখনও কলকাতায় তো কখনও মুম্বইতে। গত বছরই রুক্মিণীকে দেখা গিয়েছে বিদ্যুৎ জাম্বওয়ালের সঙ্গে 'সনক' এ। এবার নতুন এক শোরগোল রুক্মিণীকে নিয়ে। 'সনক'এর পর আরও একটি হিন্দি সিরিজে দেখা যেতে পারে রুক্মিণীকে।

এদিকে এই মুহুর্তে বলিউডের অন্দররে কানাঘুষো সাক্ষী তানওয়ার অভিনীত মাই সিরিজের দ্বিতীয় সিজনে নাকি দেখা যেতে পারে রুক্মিণীকে। এই বিষয়ে জানতে চেয়ে নায়িকা কে ফোন করা হলে ফোন বেজে গিয়েছে তাঁর উত্তর মেলেনি রুক্মিণীর তরফ থেকে। 

মাই সিরিজটি মেয়ের মৃত্যুর রহস্যের কিনাড়া করতে কতদূর যেতে পারে এক মা তাঁর লড়াই তুলে ধরা হয়েছে। এই সিরিজে সাক্ষী তানওয়ারের অভিনয় মন কেড়েছে দর্শকদের।

অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে রুক্মিণী ও দেবের প্রথম প্রেমের ছবি কিশমিশ। ছবিতে দেবের পাশাপাশি অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া, খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসুরা। ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, পরান বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে ক্যামিও রোলে।

বক্স অফিসকালেকশন থেকে হলমালিক সকলেরই মুখে হাসি ফুটিয়েছে দেব-রুক্মিণীর এই ছবি কিশমিশ। এককথায় কিশমিশ যে সুপারহিট তা এখন বলা যেতেই পারে। কিন্তু কত টাকা আয় করেছে এই ছবি সে নিয়ে চলছে জোর বির্তক। এই ছবির সঙ্গেই মুক্তি পেয়েছিল বাংলার আরেক হিরো জিতের ছবি।

শুক্রবার ফেসবুকে রানা লিখেছিলেন, ‘বাংলা সিনেমার উন্নতির জন্য প্রতিটা সিনেমার বক্স অফিস কালেকশন জানা খুব জরুরি।’ দেব এবং জিৎ অভিনীত ছবিগুলির ভাঁড়ারে কত টাকা এসেছে, তা জানানোর অনুরোধ করেছিলেন প্রযোজক এবং ডিস্ট্রিবিউটরদের কাছে। কিন্তু শেষমেশ কোনও সাড়া মেলেনি।

অতঃপর নিজেই ময়দানে নামলেন প্রযোজক। জোগাড় করে ফেললেন দেব এবং জিতের প্রযোজনায় তৈরি ‘রাবণ’ এবং ‘কিশমিশ’-এর বক্স অফিস কালেকশন। শুধু জোগাড় করেই থেমে থাকেননি। ফেসবুকে পোস্ট করে ব্যক্ত করেছেন নিজের মতামত। রানা জানিয়েছেন, প্রথম দশ দিনে ‘রাবণ’ এবং ‘কিশমিশ’-এর রোজগার যথাক্রমে ১.০৭ কোটি এবং ১.২৩ কোটি।

এই তথ্য দিয়ে প্রযোজক লিখেছেন, ‘যেহেতু এটা একদম ব্যক্তিগত ভাবে সংগ্রহ করা তথ্য, একটু কম-বেশি হতে পারে। কিন্তু কোনও ভাবেই ১০%-এর কম-বেশি হবে না।’ তবে প্রযোজক এও জানানযে তাঁর জানানো রিপোর্ট যদি ভুল হয় তাহলে তিনি খুশিই হবেন।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে