বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের কে কত পারিশ্রমিক পান তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। শাহরুখ, অক্ষয়, আমির, সালমানের পারিশ্রমিক যে আকাশচুম্বী সেকথা সবারই জানা। তবে দক্ষিণের তারকারা এখন যে পারিশ্রমিকের দিক দিয়ে বলিউড তারকাদের চাইতেও এগিয়ে, সেকথা হয়তো অনেকেরই জানা নেই। জেনে নিন তারকাদের পারিশ্রমিক সম্পর্কে।
প্রভাস: ‘বাহুবলী’ তারকা প্রভাসের পারিশ্রমিক এখন ভারতের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি। তাকে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রভাসের ছবি মানেই সুপার হিট। আর তাই অভিনেতার পারিশ্রমিকও সবচেয়ে বেশি। সম্প্রতি প্রভাস ‘স্পিরিট’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সন্দীপ ভাঙ্গা পরিচালিত এই ছবির জন্য তিনি পারিশ্রমিক পাবেন ১৫০ কোটি রুপি।
অক্ষয় কুমার: প্রভাসের পরে পারিশ্রমিকের তালিকায় খানদের চেয়েও এগিয়ে আছেন অক্ষয় কুমার। তিনি বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন। ‘রামসেতু’ ছবির জন্য ১৩৫ কোটি রুপি নিয়েছেন তিনি।
সালমান খান: ‘দাবাং’ তারকা সালমান খান এই তালিকার তৃতীয় স্থানে আছেন। সালমান সাধারণত তার প্রোডাকশনেই কাজ করেন। তবে বেশ কয়েক বছর পরে তিনি সাজিদ নাদিদওয়ালার ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে অভিনয় করছেন। এই ছবির জন্য তিনি ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
রজনীকান্ত: ৭০ বছর বয়সেও অপ্রতিরোধ্য রজনীকান্ত। ‘সুপারস্টার’ তকমাটি যেন তার জন্যই তৈরি হয়েছে। এই তারকার পারিশ্রমিক ১১৮ কোটি রুপি।
থালাপতি বিজয়: তামিল সুপারস্টারদের মাঝে অন্যতম থালাপতি বিজয়। মহামারী চলাকালে যখন সব ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিল, তখন বিজয়ের ‘মাস্টার’ দারুণ সাফল্য পেয়েছে। এই অভিনেতা ‘বিস্ট’ ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি।
শাহরুখ খান: ৪ বছর পর্দার বাইরে থাকার পরে ‘পাঠান’ ছবির মাধ্যমে ফিরছেন শাহরুখ। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি।
আল্লু অর্জুন: ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর আল্লু অর্জুনের তারকাখ্যাতি বেড়ে গেছে বহুগুণে। এই তারকা পেয়েছেন একাধিক বড় বাজেটের সিনেমার প্রস্তাব। সবগুলোর মধ্যে থেকে আল্লু বেঁছে নিয়েছেন অ্যাটলির ছবি। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিবেন ৭০ কোটি রুপি।
এমটিনিউজ২৪.কম এর খবর পেতে ডান দিকের স্টার বাটনে ক্লিক করে গুগল নিউজ (Google News) ফিডটি ফলো করুন!