শনিবার, ২০ আগস্ট, ২০২২, ০৫:৪৮:৫৯

সালমান খান একজন নারীলোভী ও বিকৃতমনস্ক মানুষ: সোমি আলি

সালমান খান একজন নারীলোভী ও বিকৃতমনস্ক মানুষ: সোমি আলি

বিনোদন ডেস্ক: বলিউডের 'ভাইজান' সলমান খানকে নিয়ে গোপপন তথ্য সাবেক প্রেমিকা সোমি আলি। সোমির কথায়, সালমান খান একজন নারীলোভী ও বিকৃতমনস্ক, অসুস্থ, ওকে মাথায় তোলা বন্ধ করুন। 

প্রাক্তন প্রেমিকার এমন মন্তব্যে বি-টাউনে আপাতত হইচই পড়ে গিয়েছে। সালমান বলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর'। সল্লুর জীবনে চিরকালই মেয়েদের আনাগোনা। ঐশ্বরিয়া রাই বচ্চন, সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে রয়েছে আরও অনেক নাম। 

তবে তারপরেও এখনও সংসার পেতে ওঠা হয়নি সাল্লুর। 'ভাইজান' কেন বিয়ে করেননি, তা নিয়ে প্রশ্নের শেষ নেই। তবে হঠাৎই সাবেক প্রেমিকা সোমির মন্তব্যে হইচই পড়ে গিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'সালমান মেয়েদের পেটান। শুধু আমাকেই নয়, আরও অনেককেই মেরেছেন। ও বিকৃতমনস্ক, অসুস্থ। ওর সম্পর্কে আপনাদের কোনও ধারণা-ই নেই।'

সোমি অবশ্য সালমানকে নিয়ে পোস্ট করার কিছুক্ষণ পরেই তা মুছে দেন। তবে ততক্ষণে তার পোস্টের স্ক্রিনশট সোশ্যালে ভাইরাল হয়ে গিয়েছে।' যদিও এনিয়ে সালমান খানের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

একসময় প্রিয় তারকা সালমানকে বিয়ে করার স্বপ্ন নিয়েই পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন সোমি আলি। শোনা যায়, প্যার কিয়া' দেখার পর থেকেই সালমানের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন সোমি। এরপরই তিনি সিদ্ধান্ত নেন ভারতে আসার।

এক সাক্ষাৎকারে নিজেই একবার সেকথা জানিয়েছিলেন সোমি। বলেছিলেন, সেসময় তিনি তার মাকে স্পষ্ট জানিয়ে দেন সালমানকে বিয়ে করতেই তিনি ভারতে যেতে চা। যা শুনে ভয় পেয়ে গিয়েছিলেন সোমির মা। মেয়ে যাতে ওই ধরনের কিছু না করেন, সেজন্য নজরবন্দি করে রাখা হয়েছিল তাঁকে। 

এরপর একদিন মাঝরাতে সালমানের স্বপ্ন দেখে বাবার সঙ্গে কথা বলেন সোমি। পাকিস্তান ছেড়ে ভারতে আসার সিদ্ধান্ত নিয়েই ফেলেন। মুম্বাইতে তাদের বেশ কয়েকজন আত্মীয় রয়েছেন, তাদের সঙ্গে দেখা করতে চান। বাবাকে এমনটা জানিয়েই সোমি আলি মুম্বাইতে চলে আসেন বলে সাক্ষাৎকারে জানিয়েছিলেন ৯-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী। 

এরপরই ধীরে ধীরে সোমির স্বপ্ন পূরণ হয় সালমান খানের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। তবে টানা ৮ বছর সালমান খানের সঙ্গে সম্পর্কের পর সোমির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ভাইজানের। সোমির অভিযোগ ছিল, সালমানই তাকে ঠকিয়েছেন। ঐশ্বরিয়ার প্রেমে পড়ে সোমির থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সালমান। সূত্র: জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে