রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ০২:০১:০৮

কোহলির ডিপ্রেশনের জন্য অনুষ্কাকে দায়ী করলেন বলিউড অভিনেতা

কোহলির ডিপ্রেশনের জন্য অনুষ্কাকে দায়ী করলেন বলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচে আগে বো'মা ফাটালেন স্বঘোষিত ফিল্ম সমালোচক তথা বলিউড অভিনেতা কামাল রশিদ খান (কেআরকে)। বিরাট কোহলির ডিপ্রেশনের জন্য অনুষ্কা শর্মাকে সরাসরি দায়ী করে বলিউড অভিনেতা জানালেন, বিরাট কোহলির মনবল ভেঙেছেন অনুষ্কা!

সম্প্রতি নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলেছেন বিরাট। কেআরকের অভিযোগ অনুষ্কাই ‘ডিপ্রেশন’-এর কথা বিরাটের মাথায় ঢুকিয়েছে, তা না হলে এর আগে কোনও ভারতীয় ক্রিকেটার 'ডি'প্রে'শন'-এ ভোগার কথা জানাননি। যদিও পরবর্তীতে নিজের এই টুইট মুছে দেন কেআরকে।

টুইটে কেআরকে লিখেছিলেন, ‘প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ডিপ্রে'শনের শি'কার বিরাট কোহলি। এটা একটা হিরোইনকে বিয়ে করবার ফল। নি'র্ঘা'ত অনুষ্কাই বিরাটের মাথায় ঢুকিয়েছে যে ও ডিপ্রে'শনের মধ্যে দিয়ে যাচ্ছে’। 

কেআরকের এই টুইটের বিরু'দ্ধে ফুঁ'সে ওঠেন অনেকেই কেআরকেকে ‘অসুস্থ’ তকমা দেন। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আ'ক্র'মণের মুখে পড়বার পর নিজের টুইটটি মুছে দেন কেআরকে। এরপর এক টুইটে কেআরকে লেখেন, ‘উত্তর ভারতের একজন শক্ত-সামর্থ্য ছেলে আচমকাই অব'সাদগ্র'স্থ হয়ে পড়েছে। কীভাবে?’ 

এমনটা জানানোর পরেও কীভাবে টিম ইন্ডিয়ার অংশ রয়েছেন বিরাট সেই নিয়েও প্রশ্ন তোলেন কেআরকে। এই টুইটটি এখনও জ্বলজ্বল করছে তার টুইটার ওয়ালে। কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কোহলি। ২০১৯ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাট থেকে একটিও সেঞ্চুরি আসেনি! 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে