মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ০২:২৪:১৯

দুই ঘন্টা জি'জ্ঞাসাবাদ, পুলিশকে যা জানালেন রণবীর সিং

দুই ঘন্টা জি'জ্ঞাসাবাদ, পুলিশকে যা জানালেন রণবীর সিং

বিনোদন ডেস্ক: ২৯ আগস্ট সোমবার সপ্তাহের প্রথম দিনেই পুলিশের কাছে ফটোশ্যু'ট নিয়ে বক্তব্য দিলেন। সকাল ৭ টার সময়ে চেম্বুর পুলিশ অভিনেতার বক্তব্য রে'ক'র্ড করে। দুই ঘন্টা জি'জ্ঞা'সাবাদ করার পরে সাড়ে ৯টার দিকে পুলিশ স্টেশন থেকে বেড়িয়েছেন অভিনেতা। 

তবে সূ'ত্রের খবর, প্রয়োজনে ফে'র ত'ল'ব করা হতে পারে রণবীরকে। রণবীরের বি'রু'দ্ধে চেম্বুর থানায় এফআইআর করেছিলেন এক স্বে'চ্ছাসে'বী সংস্থা কর্মী। তার অভিযোগ রণবীরের এই অ'না'বৃ'ত শরীরের ছবি মহিলাদের ভা'বা বে'গে আ'ঘা'ত এনেছে। একাধিক মামলা দায়ের হয় অভিনেতার বি'রু'দ্ধে। 

ফটোশ্যু'ট করায় প্রথমে অভিনেতার বি'রু'দ্ধে অ'শা'লীনতার অভি'যোগ তোলা হয়েছিল। অভিযোগ দায়ের হয় রণবীরের নামে। আন্তর্জাতিক পত্রিকার জন্য বিত র্কিত ফটোশ্যু'ট করায় রণবীরের বি'রু'দ্ধে ২৯২, ২৯৩ এবং ৫০৯ ধা রায় মা'মলা রু'জু করা হয়।

সোমবার পুলিশের কাছে রণবীর সিং বলেন, ‘আমি ওই ফটোশ্যু'টের ছবি আ'পলো'ড করিনি’, পুলিশকে রণবীর সিং জানালেন, তিনি জানতেন না এই ছবিটির কারণে এতটা সম'স্যায় পড়তে হবে তাকে। তবে বলাবাহুল্য, ওই শ্যু'ট করে কোটি কোটি টাকা উপার্জন করেছেন অভিনেতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে