বিনোদন ডেস্ক: নদীর ধারে মিললো জনপ্রিয় গায়িকার মৃ তদেহ। ঘটনায় তী ব্র চা ঞ্চল্য ছড়িয়েছে ভারতের গুজরাটে। গায়িকার নাম বৈশালী বালসারা। বহুদিন ধরেই গুজরাটের সংগীত জগতের সঙ্গে তিনি যুক্ত।
গুজরাটের ভালসাদ জেলার পারদি তালুকের পার নদীর ধারে জিজে ১৫ সিজি ৪২২৪ নম্বরের একটি গাড়িতে বৈশালীর মৃ তদেহ উ দ্ধার হয় বলেই খবর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে গাড়িটি। প্রথমে কেউ খেয়াল করেননি। কিন্তু নদীর ধারে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে কয়েকজনের স ন্দে হ হয়।
গাড়ির ভিতরে তাকাতেই বৈশালীর মৃ তদেহ দেখতে পাওয়া যায়। মৃ তদেহ দেখেই চ মকে ওঠেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বৈশালীর মৃ তদেহ উ দ্ধা র করে। জানা গিয়েছে, গাড়ির পিছনের সিটে পড়েছিল দেহটি। তা উ দ্ধা র করে ময় নাতদ ন্তের জন্য পাঠানো হয়।
পাশাপাশি বৈশালীর পরিবারকেও খবর দেওয়া হয়। বৈশালীর পরিবারকে খবর দেওয়ার সময়ই পুলিশ জানতে পারে, মৃত্যুর আগের দিন রাত থেকেই নি খোঁ জ ছিলেন ৩৪ বছরের গায়িকা। থানায় সেই অ ভিযো গও দায়ের করেছিলেন তার স্বামী হিতেশ।
হিতেশের বক্তব্য অনুযায়ী, পাওনা টাকা নিতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন বৈশালী কিন্তু অনেকক্ষণ না ফেরায় তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। শোনা গিয়েছে, হিতেশের দ্বিতীয় স্ত্রী বৈশালী। দুইজনের একটি মেয়ে রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদ ন্ত শুরু করেছে গুজরাট পুলিশ।