শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:১৫:০৬

ইতিহাস গড়ে কেবিসিতে কোটি টাকা জিতলেন গৃহবধূ কবিতা

ইতিহাস গড়ে কেবিসিতে কোটি টাকা জিতলেন গৃহবধূ কবিতা

বিনোদন ডেস্ক: প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দার জনপ্রিয় গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি) দর্শকদের মুগ্ধ করে আসছে। সঞ্চালক অমিতাভ বচ্চন সকল প্রতিযোগীদের অনবরত সাহস জোগান। 

চলছে 'কেবিসি'-র সিজন ১৪। শুরুর প্রায় এক মাস কাটার পর মিলল 'কেবিসি'-র এই সিজনের প্রথম কোটিপতি। ভারতের মহারাষ্ট্রের কোলহাপুরের গৃহবধূ কবিতা চাওলা জিতলেন এক কোটি টাকা। চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে আসা এক প্রোমোতে দেখা যাচ্ছে, বিগ বি-এর মুখোমুখি হট সিটে বসে রয়েছেন কবিতা চাওলা। 

অত্যন্ত উৎসাহিত হয়ে অমিতাভ বচ্চন চিৎকার করে তাকে বলছেন- "এক কোটি!" একথা শুনে কবিতাও আনন্দে চিৎকার করে ওঠে। উপস্থিত দর্শকেরা উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে। এরপরে বিগ বি কবিতার সামনে ১৭ নম্বর প্রশ্নটি ছুঁড়ে দেন, যেটি পারলে এই প্রতিযোগী জিতবেন ৭.৫ কোটি টাকা। 

এখন দেখার কবিতা শেষ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে কি না। আগামী সপ্তাহে দর্শকেরা কবিতা চাওলার এই পর্ব দেখতে পাবেন। এবারের সিজনে অত্যন্ত প্রতিভাবান ও বুদ্ধিমান প্রতিযোগীরা অমিতাভ বচ্চনের গেম শো-তে অংশগ্রহণ করেছেন। 

তবে এখন পর্যন্ত মাত্র কয়েকজন প্রতিযোগীই ৭৫ লক্ষ টাকা জিততে সক্ষম হয়েছেন। ইতিহাস গড়ে এই সিজনের কেবিসিতে কোটি টাকা জিতলেন গৃহবধূ কবিতা। মাত্র দ্বাদশ শ্রেণি অবধি পড়াশোনা করেছেন ভারতের মহারাষ্ট্রের গৃহবধূ কবিতা চাওলা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে