বিনোদন ডেস্ক: বিনোদন জগত থেকে আরও একটি দুঃখজনক খবর আসছে। ২৯ বছর বয়সি তামিল অভিনেত্রী পলিন জেসিকা মা'রা গেছেন। পলিন জেসিকা দীপা নামে বিখ্যাত ছিলেন। এতো কম বয়সেই ডায়েরিতে দুঃখের কথা লিখে নিজেকে শেষ করে দিলেন জনপ্রিয় অভিনেত্রী!
তথ্য অনুযায়ী, পলিন জেসিকা আ'ত্মহ'ত্যা করেছেন। নিজের বাড়িতে মৃ'ত অবস্থায় পাওয়া গিয়েছে অভিনেত্রীকে। বলা হচ্ছে, পলিনের লা'শ তার অ্যাপার্টমেন্টে ঝু'ল'ন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদ'ন্ত করে দেখছে। পলিনের মৃ'তদেহ ময়নাতদ'ন্তের জন্য পাঠানো হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অভিনেত্রীর ডায়েরিটি পুলিশ নিজেদের দখলে নিয়েছে। বলা হচ্ছে, পলিন তার ডায়েরিতে নিজের জীবন নিয়ে নানা ক্ষোভ, দুঃখ, অসন্তোষ থাকার কথা লিখেছেন। অভিনেত্রী তার ডায়েরিতে তার হৃদয়ের ব্যথা প্রকাশ করার সময় লিখেছেন, তিনি তার জীবন রাখতে চান না, কারণ তার নিজের কেউ নেই যে তাকে সমর্থন করবে, অসময়ে সাপোর্ট দেবে।
মিডিয়া রিপোর্টে আরও বলা হচ্ছে, পলিন তার ডায়েরিতে লিখেছেন, তিনি একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন কিন্তু সেই ব্যক্তি তাকে প্রত্যাখ্যান করেন। সে কারণেই অভিনেত্রী আ'ত্মহ'ত্যা করেছেন। অভিনেত্রীর ডায়েরিতে তার প্রেম জীবনের তথ্য পাওয়ার পর, পুলিশ কর্মকর্তারা অভিনেত্রীর প্রেমিককে খুঁজছেন, যাতে পলিনের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত আরও তথ্য পাওয়া যায়।
পলিন সম্পর্কে কথা বলতে গেলে, তিনি 'থুপ্পারিভালান' এবং 'বৈথা'-তে তার ভূমিকার জন্য পরিচিত ছিলেন। তিনি তামিল সিনেমার উঠতি তারকা ছিলেন। তিনি সবেমাত্র স্বপ্ন দেখতে শুরু করেছিলেন কিন্তু অকালেই এই প্রতিভাবান অভিনেত্রী আ'ত্মহ'ত্যা পথ বেছে নিলেন। পলিনের মৃ'ত্যুর খবরে তার পরিবার এবং বন্ধুরা সবাই শো'কাহ'ত।