মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৩৫:০০

'সালমান বলে, ঐশ্বরিয়া, রানি ও দিয়ার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক রয়েছে'

'সালমান বলে, ঐশ্বরিয়া, রানি ও দিয়ার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক রয়েছে'

বিনোদন ডেস্ক: সালমান খান বনাম বিবেক ওবেরয়। বলিপাড়ার দুই নায়কের লড়াই ঘিরে সরগরম হয়েছিল বলিপাড়া। যাকে ঘিরে দুই নায়কের মধ্যে এত তিক্ততা, তিনি সাবেক বিশ্বসুন্দরী তথা হৃদয় কাঁপানো নায়িকা ঐশ্বরিয়া রাই। সালমানের সঙ্গে তিক্ত বিচ্ছেদের কাঁটা সরিয়ে বিবেকের সঙ্গে গিয়েছিলেন বিশ্বসুন্দরী।

যে খবর একেবারেই তখন ভাল ভাবে নেননি সাল্লুভাই। আর সেই রোষেই বিবেককে নিশানা করেন বলিউডের ভাইজান। এক রাতে বিবেককে ৪১ বার ফোন করে সালমান হু'মকি দেন বলে অভিযোগ ওঠে। সালমানের বিরুদ্ধে একের পর এক বি’স্ফো’রক অভিযোগ জানিয়ে সরব হয়ে তোলপাড় ফেলে দেন বিবেক।

ঐশ্বরিয়া রাই, রানি মুখার্জী, দিয়া মির্জাদের সঙ্গে বিবেকের ‘চক্কর’ চলছে বলে অশালীন ইঙ্গিত করেছিলেন সলমন! এমন অভিযোগই করেছিলেন ‘সাথিয়াঁ’ ছবির নায়ক। রীতিমতো সাংবাদিক বৈঠক করে সালমানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন বিবেক।

সালমান অশ্রাব্য ভাষায় তাকে গা’লিগা’লাজ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। বিবেক বলেন, ‘‘এক রাতে আমায় ৪১ বার ফোন করেছে সালমান। ম’দ খেয়ে ফোন করে গা’লিগা’লাজ করে। আমায় জিজ্ঞাসা করে যে, কার কার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। এ কথা শুনে আমি বলি, এটা ব্যক্তিগত বিষয়। এর পরই একের পর এক নায়িকার নাম করতে শুরু করে সালমান।’’

এই প্রসঙ্গে বিবেক বলেছেন, ‘‘সালমান ঐশ্বরিয়ার নাম নেয়, দিয়া মির্জার নাম নেয়, রানির নাম নেয়, এমনকি সোমি আলিরও নাম করে। এ সব শুনে চমকে যাই। ওরা আমার সহ-অভিনেতা। ওদের সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। সালমান বলে যে, ঐশ্বরিয়া, রানি ও দিয়ার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক রয়েছে।’’

বিবেক বলেছেন, ‘‘এত কিছু শোনার পরও চুপ ছিলাম। আমায় এমন ভাষায় গালিগালাজ করা হয়, যা মুখে আনতে পারব না। ওই অভিনেত্রীদের শারীরিক গঠন নিয়ে যখন কথা বলতে শুরু করল, এমনকি আমার বাগদত্তা গুরপ্রীতের নামও বলে। তখন আর নিজেকে সামলে রাখতে পারিনি। আমি ওকে থামানোর চেষ্টা করি।’’ 

সালমান ও বিবেকের এই তিক্ততা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল বলিউডে। দুই দশকের পুরানো এই ঘটনা এখনও ভুলতে পারেনি বি-টাউন। বিবেকের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসে বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া। তবে এখনও সালমানের সঙ্গে বিবেকের মুখ দেখাদেখি বন্ধ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে