মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩০:২২

তার হাতে মার খেয়েছেন বড় তারকারাও, জেল থেকে মুক্তি পেলেন বলিউড অভিনেতা

তার হাতে মার খেয়েছেন বড় তারকারাও, জেল থেকে মুক্তি পেলেন বলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক: তার হাতে মা'র খেয়েছেন বড় তারকারাও, জেল থেকে মুক্তি পেলেন বলিউড অভিনেতা। ২০২১ সালে না'রকো'টিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তখন বলিউডের নামী তারকাদের অন্দরমহলে মা'দক দ্রব্যের ত'ল্লা'শি চালাচ্ছে। সেই বছর আগস্ট মাসেই এনসিবির হাতে ধ'রা পড়ে বলিউড অভিনেতা আরমান কোহলি।

তার বাড়ি থেকে ১.২ গ্রাম মা'দ'ক উদ্ধার করা হয়। আরমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি শুধু বে'আ'ইনি পদ্ধতিতে মা'দ'ক কিনতেনই না, তা বিক্রিও করতেন। তদন্ত শুরু হলে আরমানের কল রেকর্ড, মেসেজ-সহ সবকিছুই দেখা হয়। আরমানের সঙ্গে এই প্রসঙ্গে যাদের যোগাযোগ ছিল, তাদেরও গ্রেফতার করে এনসিবি।

মা'দ'ক রাখার অভিযোগে এক বছর জেলে ছিলেন অভিনেতা। অবশেষে বম্বে হাই কোর্টের নির্দেশে এক লক্ষ টাকার ব্যক্তিগত জামিনে ছাড়া পেলেন আরমান। প্রতি মাসে অন্তত এক বার আরমানকে দক্ষিণ মুম্বাইয়ের এনসিবি দফতরে হাজিরা দিতে হবে বলে জানিয়েছে হাই কোর্ট।

এই প্রথম নয়, এর আগেও বহু মামলায় নাম জড়িয়েছে আরমানের। প্রেমিকাকে মা'রধ'র করা থেকে শুরু করে গাড়ি চাপা দেওয়া, বিভিন্ন কারণে আরমানের নাম সামনে এসেছে। তার হাতে মা'র খেয়েছেন বলিউডের বড় তারকারাও। তিনি যেন বাস্তবের খলনায়ক।

তবে, বড় পর্দার সঙ্গেও তার পরিচিতি বহু দিনের। আরমানের বাবা-মা দুইজনেই ফিল্মজগতের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা রাজকুমার কোহলি ছিলেন বলিউডের বিখ্যাত পরিচালক। মা নিশি ছিলেন অভিনেত্রী। পাঞ্জাবি ও হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানি দুশমন: এক আনোখি কাহানি’ ছবিতে অক্ষয় কুমার, সানি দেওল, মনীষা কৈরালা, সুনীল শেট্টির মতো তারকারা অভিনয় করলেও এই ছবিতে কাজ করে নজর কাড়েন আরমান। তার হাতে মার খেতে হয় সুনীল শেট্টি, অক্ষয় কুমারদের।

তবে এর আগে শিশু অভিনেতা হিসাবে ‘রাজ তিলক’, ‘বদলে কি আগ’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে আরমানকে। এর পরে তার বাবার পরিচালনায় ‘বিদ্রোহী’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন আরমান। এর পর দুই-তিনটি ছবিতে অভিনয় করলেও তিনি জনপ্রিয় হয়ে উঠতে পারেননি।

২০০৩ সালে ‘এলওসি: কার্গিল’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতেও একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন আরমান। শোনা যায়, ‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেত্রী মুনমুন দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন আরমান। অভিযোগ, সম্পর্কে থাকাকালীন মুনমুনকে মা'রধ'র করেন আরমান।

এর পর বহু দিন রুপোলি পর্দা থেকে দূরে ছিলেন তিনি। ২০১৩ সালে ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন আরমান। সেই অনুষ্ঠানের অন্য প্রতিযোগী সোফিয়া হায়াতকে নি'গ্র'হের অভিযোগে গ্রে'ফতার করা হয় আরমানকে।

ঘটনার এক দিন পরেই জা'মিন পেয়ে সালমান খানের অনুরোধে আবার অনুষ্ঠানে ফিরে আসেন আরমান। অভিনেত্রী তানিশার সঙ্গেও সম্পর্কে জড়ান তিনি কিন্তু তার ব'দরা'গী স্বভাবের জন্য তানিশা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।

এর পর অভিনেত্রী নীরু রণধাওয়ার সঙ্গে সম্পর্কে জড়ান আরমান। নীরুর অভিযোগ, প্রায়ই তার গায়ে হাত তুলতেন আরমান। অভিনেতার বি'রু'দ্ধে থানায় অভিযোগও দায়ের করেন নীরু কিন্তু অর্থের অভাবে নীরু মামলা চালাতে না পারায় জামিনে ছাড়া পেয়ে যান আরমান।

এর ঠিক দুই বছরের বিরতির পর সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন আরমান। ছবি হিট করলেও আরমান দর্শক মহলে নজর কাড়তে পারেননি। এরপর ২০২১ সালে তাকে গ্রে'ফতার করে জেলে পাঠায় এনসিবি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে