সোমবার, ০৩ অক্টোবর, ২০২২, ০৬:৪০:০৫

নাচতে নাচতে ছেলের মৃত্যু, বাবাও মারা গেলেন শোকে!

নাচতে নাচতে ছেলের মৃত্যু, বাবাও মারা গেলেন শোকে!

বিনোদন ডেস্ক : ঐতিহ্যবাহী গার্বা নৃত্যানুষ্ঠানে নাচার সময় ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলার এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় পুলিশ জানিয়েছে, মনীষ নারপাজি সোনিগরা (৩৫) গার্বা অনুষ্ঠানে নাচার সময় রবিবার রাতে হঠাৎ ঢলে পড়েন। 

মনীষকে অচে'তন অবস্থায় তার বাবা নারপাজি সোনিগরা (৬৬) হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত ঘোষণা করলে শোক সইতে পারেননি তার বাবা। এসময় তার বাবাও ঢলে পড়েন এবং মারা যান।

এই ঘটনায় দু’জনের মরদেহ ময়না তদন্তের জন্য ম'র্গে পাঠানো হয়েছে  এবং একটি আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সূত্র: এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে