বিনোদন ডেস্ক : আমিন খানের সাথে হঠাৎ করেই পরিচয় হয় ফটোগ্রফার ইশিকা খানের। এরপর ঘনিষ্ঠতা। শুরু হয় তাদের মধ্যে প্রেমের লেনাদেনা।
এদিকে একসময় ইশিকা আবিষ্কার করে আমিন খান একটি নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ত! আর তখনই ইশিকা তার অাসল রূপে ফিরে আসেন। আসলে ইশিকা ফটোগ্রাফার নয়। সে একজন গোয়েন্দা! কি আর করা। আইনের কাছে হাত বাঁধা ইশিকার। বাধ্য হয়ে সে আমিন খানকে তুলে দেন আইনের কাছে। এমন গল্প নিয়েই ঈদ উপলক্ষ্যে নির্মিত হয়েছে নাটক ‘বসন্তে শূন্য বাগিচা’।
মনির জামানের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন রাসেল হামিদ ও আমিনুল ইসলাম শান্ত।
নাটকটিতে আমিন খান ও ইশিকা খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির জামান, পূজা, জাহিদ ইসলাম, অভি প্রমুখ।
জানা গেছে, গত ৯ ও ১০ সেপ্টেম্বর নাটকটির দৃশ্য ধারণের কাজ হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে।
নাটকটি প্রসঙ্গে আমিন খান বলেন, আমি বরাবরই একটু বাছাই করে কাজ করি। এই নাটকের গল্প এবং আমার চরিত্র দু’টোই বেশ পছন্দ হয়েছে। কাজ করে মজা পেয়েছি। আশা করছি ঈদ বিনোদনে এই নাটকটি বিনোদনের নতুন মাত্রা যোগ করবে।
এ প্রসঙ্গে পরিচালক রাসেল হামিদ ও আমিনুল ইসলাম শান্ত জানান, আমরা আমাদের সর্বোচ্চ মেধা দিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছি। এখানে ব্যতিক্রমী একটি গল্প আছে। আশা করছি জোর করে হাসানোর নাটক নির্মাণের এই দুঃসময়ে ‘বসন্তে শূন্য বাগিচা’ দর্শকদের মন জয় করবে।
আদিব প্রডাকশন হাউসের ব্যানারে নির্মিত এই নাটকটি ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন