বিনোদন ডেস্ক : যেমনি রূপের মাধুর্য, তেমনি অভিনয়শৈলি দিয়ে দীর্ঘদিন বলিউড দুনিয়াকে মাত করে রেখেছিলেন শ্রীদেবী। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, রজনীকান্ত, অনিল কাপুর এমনকি সানি দেওল ও শাহরুখ খানের বিপরীতেও অসাধারণ অভিনয়ের মাধ্যমে বহু ব্যবসা সফল ছবির নায়িকা ছিলেন তিনি।
শ্রদেবীকে বলিউডে বলা হয়ে থাকে সর্বোচ্চ ব্যবসা সফল ছবির নায়িকা। এবার সেই আলোড়িত নায়িকার মেয়ে জানভি কাপুর আসছে পর্দা কাঁপাকে তারই রূপ-মাধুরী নিয়ে।
মেয়ে জানভী কাপুর প্রথম ছবিতে দক্ষিণী ছবির সেনসেশন দালকার সালমানের সঙ্গে প্রেম করবেন।
এটি তৈরি হবে তামিল, তেলেগু, মালয়ালাম ও হিন্দি ভাষায়। পরিচালনা করবেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। ‘বাহুবলী’ ও ‘বজরঙ্গি ভাইজান’ ছবির গল্পকার তিনিই।
তবে জানভির অভিষেকের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অবশ্য এরই মধ্যে স্টাইল ও চাকচিক্যময় রূপের সুবাদে পরিচিতি পেয়ে গেছেন তিনি। অন্যদিকে মনিরত্নমের ‘ওকে কানমানি’র সুবাদে মালয়ালাম সুপারস্টার মামুত্তির পুত্র দালকার এখন মেয়েদের হার্টথ্রব।
কয়েকদিন আগে ‘হিরো’র মাধ্যমে সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি আর আদিত্য পাঞ্চোলির পুত্র সুরজ পাঞ্চোলির অভিষেক হয়েছে বড় পর্দায়। জানভির নামটা তাদের পাশে যুক্ত হওয়া এখন সময়ের ব্যাপার।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন