বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ০৯:০৫:৫৪

সবাইকে হুঁশিয়ার করলেন নূতন

সবাইকে হুঁশিয়ার করলেন নূতন

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন। এফডিসিতে ছিল তার তুমুল কর্মব্যস্ততা। এখন অভিনয়ে নিয়মিত নন, এফডিসিতেও তেমন আসেন না। সবশেষ শিল্পী সমিতির নির্বাচনে দেখা গেছে তাকে।

দীর্ঘ ক্যারিয়ারে প্রচুর সিনেমায় অভিনয় করেছেন নূতন। বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত না হলেও নিজের নায়িকা খেতাবটি ধরে রেখেছেন তিনি। পাশাপাশি সরব রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। তারই ধারাবাহিকতায় বুধবার (১৮ জানুয়ারি) এক স্ট্যাটাসের মাধ্যমে হুঁশিয়ার করলেন সবাইকে।

তিনি লেখেন, ‘সস্তা ফাও কাজ আমি করি না। সকাল নাই, দিন নাই, রাত নাই, যারাই অনবরত ম্যাসেঞ্জার ওয়াটসআপ বা সরাসরি ফোন দেন। আপা পিকনিক নিয়ে কিছু বলেন, এটা নিয়ে বলেন, সেটা নিয়ে বলেন। আপনি ফেসবুকে লেখালেখি করেন আমাদের বলেন। ভিডিও নিতে আসব সময় দেন। 

তাদের সাফ জানায়ে দেই। আমি নূতন, ৫০ বছর চলচ্চিত্র জীবনে কারও বদনাম, হিংসা বা হেয় করে কথা বলে নিজেকে জাহির করার মানুষ না। আমার একটাই লোভ তা হচ্ছে সম্মান। যা আমি মানুষকে দেই তাই ফেরত চাই। অহংকার, হিংসা থাকলে আজ এ অবদি আসতে পারতাম না। যাই করেছি নিজের কাছে নিজে সফল।’

তিনি আরও লেখেন, ‘কারও বদনাম করে নিজেকে আলোচনায় আনার সস্তা ইচ্ছা আমার নাই। আমার নতুন করে মানুষকে জানান দেয়ার কিছু নাই। যে নায়িকা নূতন আছি এখনও। মারা গেলে আর যাইহোক সারা বাংলাদেশ এর মানুষ জানবে। সে কাজ আমি করে রেখেছি। এমনেই লাখো মানুষ চিনে ভালো জানে সে ভালোবাসাই ফেরত দিতে পারবো না। 

সুতরাং কারও বদনাম শুনার জন্য আমাকে কোনো ফোন দিবেন না। ভুলেও না। আমি আমার সোনালি সময়ই অনেক কিছু ছেড়ে আসা মানুষ। অনেক পেপার বিজ্ঞাপন ছেড়ে আসা। যখন পেপারে ছবি যাওয়া মানে বিশাল কিছু। আমার এই কথায় আপনি রাগ করলে আমার কিছু যায় আসে না। 

আমার যা অসংগতি মনে হয় বা হবে তা আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখব বা লাইভে এসে বলবো। লেখতে লেখতে ক্লান্ত হয়ে গেলে আমি বন্ধ করে দিব। মনে যা কথা জমা থাকে তা বলতে না পারার কারণে লেখা। আর কোন কিছু মেইনস্ট্রিম পত্রিকায় প্রকাশ করার জন্য আমার অনেক সাংবাদিক আছে আমার ভাইরা যারা আমায় ভক্তি করে। ধন্যবাদ।

প্রসঙ্গত, দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন নূতন। সত্তর-আশির দশকে সুজাতা, সুচন্দা, কবরী, শাবানা, ববিতার ভিড়ে তিনিও এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়িয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে