শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ১২:০৭:২০

দুর্দান্ত অফার, মাত্র ৫৫ টাকায় পাঠানের টিকিট পাবেন যেভাবে!

দুর্দান্ত অফার, মাত্র ৫৫ টাকায় পাঠানের টিকিট পাবেন যেভাবে!

বিনোদন ডেস্ক : আর বাকি মাত্র পাঁচ দিন। তারপরই সিলভার স্ক্রিনে ফিরছে শাহরুখ ম্যাজিক (SRK)। মুক্তি পাচ্ছে কিং খানের কামব্যাক মুভি পাঠান (Pathaan)। ২০১৮-তে জিরোর পর আর বড় পর্দায় দেখা মেলেনি শাহরুখের। 

তাই সুপারস্টারকে স্বাগত জানাতে এলাহি আয়োজন করেছে শাহরুখের ফ্যান ক্লাব। মুম্বইয়ের একটি হল ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের জন্য পুরো বুক করে নিয়েছে। ৫০ হাজার দর্শককে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখানোর ব্যবস্থা করেছেন এসআরকে ইউনিভার্স। 

পাঠান নিয়ে যখন শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে সেই সময় সামনে এল আরও এক চমকপ্রদ খবর। একাধিক সূত্র জানা যাচ্ছে, একেবারে জলের দরে মিলছে পাঠানের টিকিট (Pathaan Ticket Price)। হ্যাঁ, মাত্র ৫৫ থেকে ৮৮ টাকায় চলছে পাঠানের অগ্রিম টিকিট বুকিং। শুনতে অবাক লাগলেও এটাই নাকি সত্যি। দাবি একাধিক সূত্রের।

পাঠানের মতো হাইভোলটেজ একটি ছবির টিকিট এত কম দামে পাওয়া যেন সিনেপ্রেমী মানুষের হাতে স্বর্গ পাওয়া। শোনা যাচ্ছিল, পাঠান ক্রেজ এতটাই জোড়াল যে দর্শক ২১০০ টাকার বিনিময়েও টিকিট কাটতে দুবার ভাবছে না। 

তবে ৫৫ থেকে ৮৮ টাকায় পাঠান দেখার সুযোগ কারা পাচ্ছেন সেটা জেনে নেওয়া যাক। হায়দরাবাদের দর্শক পাবে ৫৫ টাকায় পাঠান দেখার দুর্দান্ত এই সুযোগ। সূত্রের খবর, তেলুগু ভার্শনের টিকিট বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। হায়দরাবাদের দেবী সিনেমাহলে পাঠান দেখার জন্য পাওয়া যাচ্ছে এই বিশেষ ছাড়।

যদি টিকিটের দাম ৫৫ টাকা শুনে নাক সিটকান তাহলে কিন্তু, খুব ভুল করবেন। কারণ ৫৫ টাকার টিকিটেও পাবেন ফোর কে লেজার আর ডবলি ডিজিটাল সাউন্ড। হায়দরাবাদের দেবী সিনেমাহল পাঠান দেখার জন্য দর্শককে যে বিশেষ ছাড় দিচ্ছে তাতে খুশির হাওয়া শাহরুখ ভক্তদের মধ্যে। দক্ষিণেও কিং খানের অনুগামীর সংখ্যা নেহাতই কম নয়। তাই ৫৫ টাকার বিনিময়ে পাঠান দেখার সুযোগ চেটেপুটে সকলে উপভোগ করবে সে কথা বলার অপেক্ষাই রাখে না।

৫৫ টাকার পর এবার আসা যাক ৮৮ টাকার টিকিটের কথায়। ১০০ টাকার কমে কোথায় পাওয়া যাচ্ছে পাঠানের টিকিট? খোদ রাজধানী দিল্লিতে মিলছে এই বিশেষ অফার। হ্যাঁ, দিল্লির কারোল রোডের লিবার্টি সিনেমা হলে মাত্র ৮৮ টাকায় পাওয়া যাচ্ছে পাঠান দেখার এই দুর্দান্ত অফারটি।

দিল্লির পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইতেও জলের দরে টিকিটের দামে পাঠান দেখার সুযোগ রয়েছে। মুম্বইয়ের হলে টিকিটের সবচেয়ে কম দাম ১৮০ টাকা। আর মহানগরী কলকাতায় পাঠানের টিকিটের সবচেয়ে কম দাম ২০০ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে