রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ০২:১৮:১৩

আসামের মুখ্যমন্ত্রীকে শাহরুখ খানের ফোন! যা জানা গেল

আসামের মুখ্যমন্ত্রীকে শাহরুখ খানের ফোন! যা জানা গেল

বিনোদন ডেস্ক : গতকালই তিনি প্রশ্ন করেছিলেন 'কে শাহরুখ খান?' । সেই তিনিই জানালেন আজ রাতেই তাকে ফোন করেন কিং খান। রবিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, রাত ২টো নাগাদ তাঁকে ফোন করেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। 

সোশ্যাল মিডিয়াতে অসমের মুখ্যমন্ত্রী লেখেন “গুয়াহাটিতে তাঁর একটি সিনেমার ‘স্ক্রিনিং’ হওয়ার আগেই একটি ঘটনা ঘটে। এই নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। আমি তাঁকে আশ্বস্ত করেছি। তাঁকে বলেছি, আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্যের। সেটা আমরা করব। যে ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত করা হবে। 

এই রকম ঘটনা যাতে আর না হয় সেটাও নিশ্চিত করা হবে।” শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান  সিনেমা নিয়ে বিতর্ক চলছে। দেশজুড়ে চলা এই বিতর্কের আঁচ এসে লেগেছে অসমেও। সিনেমার মুক্তি দিন এগিয়ে আসতেই বিতর্ক আরও বেড়েছে। 

শুক্রবার অসমের একটি সিনেমা হলে বজরং দলের লোকেরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এই হলেই পাঠান মুক্তি পাওয়ার কথা ছিল। নারেঙ্গির এলজি টাওয়ার্সে (LG Towers) ওই সিনেমার পোস্টার ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এই সিনেমায় ‘বেশরম’ গানে গেরুয়া বিকিনি পড়ে নাচতে দেখা গিয়েছে দীপিকাকে। তাঁর সেই লুক এবং শাহরুখের সঙ্গে তাঁর রোম্যান্সএর ‘টিজার’ মুক্তি পেতেই শুরু হয় বিতর্ক। এই সিনেমা বয়কট করার ডাক দেওয়া হয়। 

শনিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “ কে শাহরুখ খান? আমি ‘পাঠান’ নিয়ে কিছুই জানি না।” তিনি বলেন, “ যদি কেউ কোন দোষ বা অন্যায় করে থাকেন, তাহলে আক্রান্তরা অভিযোগ দায়ের করুন। আমরা এই নিয়ে ‘ অ্যাকশান’ নেব। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমাকে শাহরুখ খান ফোন করেননি। ” নানা কারণে বলিউডের অনেকেই তাঁকে ফোন করেন বলেও জানান তিনি।

তিনি জানান, তাঁর রাজ্যে অনেক বিষয় নিয়ে উদ্বেগের বিষয় আছে। সেই সব ছেড়ে কেন কেউ শাহরুখ খানকে নিয়ে চিন্তিত হবে সেই প্রশ্নও করেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের অসমীয়া সিনেমা 'Dr. Bezbaruah' নিয়ে ভাবা উচিত। আমাদের সকলের উচিত এই সিনেমাটি দেখা।“ তিনি নিজে ‘পাঠান’ সিনেমা দেখতে যাবেননা বলেও জানিয়েছেন। এর সঙ্গেই তিনি জানান, যদি কেউ সিনেমাটি দেখতে যান, তাঁদেরকে বললে, পুরো নিরাপত্তা দেওয়া হবে তাঁকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে