বিনোদন ডেস্ক : ‘যশ চোপড়া মেমোরিয়াল’ সম্মান দেওয়া হলো বলিউডের খ্যাতনামা অভিনেত্রী রেখাকে। ইন্ডিয়ান চলচ্চিত্রে রেখার অবদানের জন্য টি.এস.আর সংস্থানের পক্ষ থেকে এই সম্মান দেওয়া হয় অভিনেত্রীকে। সেই সঙ্গে নগত ১০ লক্ষ টাকা ও একটি সোনার মেডেল দেওয়া হয়।
পরিচালক-প্রযোজক যশরাজ চোপড়ার স্মরণে এই পুরস্কারটি দেওয়ার ব্যবস্থা করেন টি শুভ্রামি রেড্ডি ( টি.এস আর) সংস্থানটি। এই সম্মান পেয়ে আনন্দিত রেখা জানান, ‘তিনি এই সম্মান পেয়ে খুবই খুশি। তবে তিনি মনে করেন এটাই তার শেষ প্রাপ্তি।’ পাশাপাশি যশরাজের স্মরণে তিনি বলেন, ‘যশজি আমাকে বলেছিলেন যখন কাউকে ভালোবাসবে পুরো হৃদয় দিয়ে ভালোবাসবে। তাহলে দেখাবে বাঁচার জন্য তাকে ছাড়া আর অন্য কিছুর দরকার নেই।’
‘সিলসিলা’ ছবিতে যশ চোপড়া ও রেখার যুগলবন্দি দেখা গিয়েছিল। যা নজর কেড়ে ছিল সবার।
২২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই