বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চন রেগে গেলেন মুম্বাইয়ে থাকা তার কর্মীদের উপর। বরাবরই ভক্ত এবং সাধাণ মানুষের সঙ্গে খুব ভাল যোগাযোগ বজায় রাখেন তিনি। সে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় হোক বা সরাসরি। এবার যে সেখানেই আঘাতটা লাগল! তাই বেজায় রেগে গিয়েছেন অমিতাভ।
মুম্বইয়ে থাকলে তিনি প্রতি রবিবার নিজের বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন। গত রবিবারেও ভক্তেরা এসে হাজির হলেন তার বাড়ির বাইরে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দেখা মেলে না অমিতাভের। কারণ তিনি তো শহরের বাইরে রয়েছেন ‘তিন’এর শ্যুটিংয়ের জন্য! এই খবরটা সেই কর্মীরা অপেক্ষারত ভক্তদের জানাননি, এটা মোটেও ভাল লাগেনি তার।
আর তাই নিজের ব্লগে অমিতাভ জানিয়েছেন, ‘আমি সেখানে ছিলাম না কিন্তু তারা (কর্মীরা) তো ছিলেন। যারা এসেছিলেন, তাদের বলে দেওয়া উচিত ছিল। খুব খারাপ লাগছে আমার। কর্মীরা এর মাধ্যমে অদক্ষতারই পরিচয় দিয়েছেন।’
২২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই