বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০৯:৩৭:৫৫

‘রাজ্জাক ভাইয়ের প্রেমে পড়ে অভিনয়ে এসেছিলাম’

‘রাজ্জাক ভাইয়ের প্রেমে পড়ে অভিনয়ে এসেছিলাম’

বিনোদন ডেস্ক : একসময়কার সাড়াজাগানো নায়িকা নতুন। যার নাচে ও অভিনয়ে বহু বছর কেঁপেছে ঢাকাই সিনেমার পর্দা। সেই তিনি সম্প্রতি নায়করাজ রাজ্জাকের জন্মদিনে জানালেন তার সিনেমায় আসার নেপথ্য কারণ।

নতুন জানালেন, ‘রাজ্জাক ভাইয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। সেই প্রেম থেকে চলচ্চিত্র জগতে অভিনয় করতে আসি।’ সম্প্রতি এমন তথ্য তিনি জানিয়েছেন একটি অনলাইন পোর্টালকে।  

১৯৭০ সালে মুস্তফা মেহমুদের ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে মিডিয়ায় যাত্রা করেন নতুন। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

বাংলাদেশের দু:স্থ শিল্পীদের নিয়ে কাজ করার ইচ্ছে এই গুণী অভিনেত্রীর। তিনি বলেন, দেশের দু:স্থ অসহায় শিল্পীদের কথা এখন আর কেউ ভাবছেন না। তাদের জন্য একটি ফান্ড করতে পারলে কিছুটা হলেও দুঃখ দুর করা যেত।’
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে