বিনােদন ডেস্ক : বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন আছেন। আছেন অনুপম খের, ঋষি কাপুর বলিউডের প্রবীণ থেকে নবীন। বলতে গেলে গোটা হলিউড-বলিউড-টলিউড। কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং জগতে তিনি প্রায় ডুমুরের ফুল। তবে অবশেষে তিনি বুঝলেন এই মাধ্যমের গুরুত্ব। ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন ট্যুইটারে অভিষেক করে ফেললেন কমল হাসান। আর ২৪ ঘণ্টায় মধ্যেই এমন এক খেইল দেখালেন তিনি। এই ২৪ ঘন্টায় তার ফলোয়ার সংখ্যা ছাড়াল ৩০ হাজারে।
ব্যক্তিগত মুহূর্ত থেকে সামাজিক কোনো ইস্যুতে নিজের মন্তব্য প্রকাশ করতে এখন তারকাদের হাতিয়ার সোশ্যাল মিডিয়া। কিন্তু এতদিন তিনি নিজেকে দূরে রেখেছিলেন সাইবার দুনিয়া থেকে। অবশ্যে চলতি ট্রেন্ডে হাতে ধুয়ে তিনিও ঢুকে পড়লেন ট্যুইটারে। দেশাত্ববোধক ট্যুইট দিয়েই করলেন তার এই নতুন দুনিয়ার জার্নি। ক্যাপশনে লিখেছেন, 'ভারতের স্বাধীনতা সংগ্রাম আজও অসাধারণ। তাকে শ্রদ্ধা করে আমাদের নতুন পৃথিবী তৈরি করতে হবে'।
উল্লেখ্য, ট্যুইটারে কমলে প্রথম বন্ধু মেয়ে শ্রুতি হাসান।
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই