মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৯:৫৫

নতুন যে রেকর্ড গড়লো ‘বাজরাঙ্গি ভাইজান’ ও ‘বাহুবলী’

নতুন যে রেকর্ড গড়লো ‘বাজরাঙ্গি ভাইজান’ ও ‘বাহুবলী’

বিনোদন ডেস্ক : মুক্তি পাওয়ার কয়েকদিনের মধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছিল আলোচিত ‘বাজরাঙ্গি ভাইজান’ ও ‘বাহুবলী’। আগেকার সমস্ত বক্স অফিস রেকর্ড ধুলোয় মিশিয়ে দিয়ে ৬৮ দিনের পর ‘বাহুবলী’র বিশ্বজুড়ে সংগ্রহ ছিল প্রায় ৬০০ কোটি টাকা। একই রকম ভাবে সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ ও আয় করেছে ৬০৬ কোটি টাকারও বেশি।

ভারতীয় ছবির ইতিহাসে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন এর ভিত্তিতে এক নম্বরে রয়েছে আমির খানের ‘পিকে’, আর তার পরেই রয়েছে যথাক্রমে ‘বাজরাঙ্গি ভাইজান’ ও ‘বাহুবলী।’

শুধু টাকার নিরিখেই নয়, অন্য এক রেকর্ডও করে ফেলেছে এই দুই ছবি। বছর কুড়ি আগে এখন পর্যন্ত এ দেশে কোন সিনেমার সাফল্য মাপা হতো দিনের সংখ্যা দিয়ে। অর্থাত্ ৫০ দিন, ৭৫ দিন, ১০০ দিন – চলার নিরিখে সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি, প্ল্যাটিনাম জুবিলি করার গৌরব জুটতো ছবির।

সেই মাপকাঠিতে দুটি ছবিই ৫০ দিন পার করে পা বাড়িয়েছে ১০০ দিনের মাইলস্টোনের দিকে। অর্থাৎ সিলভার জুবিলি পার করে ফেলেছে দুটি ছবিই। আজকের সময় দাঁড়িয়ে, বিশেষজ্ঞ মহলের মতে এ এক বিরল অর্জন।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে