বিনোদন ডেস্ক : ১৯৯৯ সালের কথা, সে সময় রিয়েল লাইফে ঐশ্বরিয়ার রুপের ঐশ্বর্যে হাবুডুবু খাচ্ছেন সালমান। আর সে কারণেই রিল লাইফেও নাকি ছবির চিত্রনাট্যে বদল চেয়েছিলেন বলিউডের ‘প্রেম’!
১৭ বছর আগে মুক্তি পেয়েছিল ‘হম দিল দে চুকে সনম’। ওই ছবিতে ঐশ্বর্য-সালমানের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন গোটা বলিউড বিশ্ব। পরিচালক সূর্য বরজাতিয়ার নির্দেশে ছবির ক্লাইম্যাক্সে অজয় দেবগণের সঙ্গেই ছিলেন ঐশ্বর্যা। কিন্তু তিনি ভালবেসেছিলেন সালমানকেই।
অথচ সালমান চিত্রনাট্যের ক্লাইম্যাক্সে বদল আনতে পরিচালককে নাকি চাপ দিয়েছিলেন! সল্লু মিঞার দাবি ছিল, ঐশ্বর্যকে যেন শেয পর্যন্ত তার সঙ্গেই রাখা হয়। যদিও সালমানের এই দাবি উড়িয়ে দিয়েছিলেন পরিচালক। এত দিন পর এই তথ্য সামনে অসেছে বি-টাউনেক একটি সূত্র ধরেই।
যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি ভাইজান। তবে সকলেই জানেন ‘হম দিল দে চুকে সনম’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। সালমানের কথা শুনে চিত্রনাট্য বদলালে কি উল্টো ফল হত?
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি