বিনোদন ডেস্ক : পুরো নাম সালমান মুক্তাদির। ইউটিউবে নিজের চ্যানেলের এই সালমান পেয়েছেন ব্যাপক পরিচিতি। সেখান থেকেই তার শুরু। এরপর নিয়মিত অভিনয়ও শুরু করেন। যার কারণে এখন তিনি মিডিয়াঙ্গনে বেশ পরিচিত নাম।
এবার এই সালমান ‘ইটস কমপ্লিকেটেড’ শিরোনামে একটি নাটক পরিচালনা করেছেন। পুরো নাটকটির শুটিংও হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। এটিই তার পরিচালনায় প্রথম নাটক।
নাটকটিতে অতিপরিচিত কোনো অভিনয়শিল্পী নেই। এখানে যারা অভিনয় করেছেন সবাই সিডনির বাসিন্দা। এর মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার দুজন। এছাড়াও এ নাটকটিতে সালমান নিজেও অভিনয় করেছেন।
এ প্রসঙ্গে সালমান জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম একটা কাজে। সেখানে গিয়ে পরিচালক হওয়ার প্রস্তাব পাই। আমারও এ ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। সেটা অস্ট্রেলিয়ায় গিয়ে পূরণ হলো।’
নাটকটির সকল কাজ ইতিমধ্যে শেষ হয়েছেন। খুব তাড়াতাড়ি একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে বলে জানিয়েছেন সালমান মুক্তাদির।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন