বিনোদন ডেস্ক : বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় ও সুকণ্ঠী গায়িকা আলম আরা মিনু। যার অসংখ্য গান হয়েছে শ্রোতা প্রিয়। অার এই গুণী কণ্ঠশিল্পীর স্বামী দেশবরেণ্য সুরকার সুরকার সেলিম আশরাফ এখন জীবন মৃত্যুর মাঝামাঝি। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তী আছেন।
মিনু তার স্বামীকে বাঁচাতে শিল্পী সমাজের কাছে আকুল আবেদন জানিয়েছেন। অনুরোধ করেছেন সকলকে তাদের পাশে থাকার জন্য।
সুরকার সেলিম আশরাফ 'যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ এমন দেশ ও মুক্তিযুদ্ধের কালজয়ী অসংখ্য শ্রোতাপ্রিয় গানের সুর করেছেন।
জানা গেছে, সুরকার সেলিম আশরাফ ২৩শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন। ওইসময় তাকে বনশ্রীর ফরাযী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে একদিন পরেই তাকে স্থানান্তর করা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
এদিকে ফেসবুকে সেলিম আশরাফের স্ত্রী ও গুণী সঙ্গীতশিল্পী আলম আরা মিনু তার স্বামীর পাশে দাঁড়াতে সকল শিল্পীদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
মিনু লিখেছেন, ‘আমার স্বামীর চিকিৎসা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তার অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ভোর ৪টায় আবার লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। আর প্লিজ, তার জন্য কিছু করবেন। আমি সারাদেশের শিল্পী সমাজের সহযোগিতা কামনা করছি’।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন