বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৯:৪৪:৪৪

বলিউডে আরও এক পাকিস্তানি সুন্দরীর অভিষেক

বলিউডে আরও এক পাকিস্তানি সুন্দরীর অভিষেক

বিনোদন ডেস্ক : আরও এক পাকিস্তানি অভিনেত্রীর অভিষেক হতে যাচ্ছে বলিউড সিনেমায়। ‘সনম তেরি কসম’ শিরোনামের ছবি দিয়ে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসেনের অভিষেক হচ্ছে। এতে তার বিপরীতে রয়েছেন দক্ষিণী ছবির নায়ক হর্ষবর্ধন।

মাওরা হুসেনের জন্ম করাচিতে। তিনি বেড়ে উঠেন ইসলামাবাদে। ২৩ বছর বয়সী এই সুন্দরী একসময় পাকিস্তানি টিভিতে ভিজে হিসেবে বেশ সাড়া জাগিয়েছিলেন। আগামী সপ্তাহেই বলিউডের বড়পর্দায় দেখা যাবে তাকে।

এদিকে এই চলচ্চিত্রের মাধ্যমে হর্ষবর্ধনেরও বলিউডে অভিষেক হচ্ছে। ‘সনম তেরি কসম’ এক জোড়া তরুণ-তরুণীর মন ছুঁয়ে যাওয়া প্রেম কাহিনি নিয়ে নির্মিত। এ চলচ্চিত্রে মাওরা অভিনয় করেছেন পুতুল সেজে।

বলিউডে নিজের প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বাসিত মাওরা বলেন, ‘চমতৎকার প্রেমের এ চলচ্চিত্র আশা করি সব দর্শকের ভালো লাগবে। ‘আশিকি টু’-এর মতো দর্শক পছন্দ করবে এটিও। আমি মন-প্রাণ ঢেলে কাজ করেছি।

তিনি বলেন, আপাতত বলিউডে আমার ব্যস্ততা থাকলেও পাকিস্তানের শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নিইনি। সেখানেও বেশ কয়েকটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের কথা চলছে। বলিউডে আমার ক্যারিয়ার জমে উঠবে, এর অপেক্ষায় রয়েছি।

এদিকে এই তো কিছুদিন আগে বলিউড সিনেমা ‘ফ্যান্টম’ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করে ভারতীয় গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছিলেন মাওরা। ইনস্টাগ্রামে সবসময় তাকে সক্রিয় দেখা যায়। বর্তমানে ইসলামাবাদের ইউনিভার্সিটি কলেজে এলএলবি পড়ছেন এই অভিনেত্রী।  
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে