বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ১০:১১:১৮

এবাদত-বন্দেগি নিয়েই ব্যস্ত আছেন ববিতা

এবাদত-বন্দেগি নিয়েই ব্যস্ত আছেন ববিতা

বিনোদন ডেস্ক : বাংলাদেশের অত্যন্ত গুলী অভিনেত্রী ববিতা। যিনি তার অভিনয় শৈলি দিয়ে কুড়িয়েছেন আন্তর্জাতিকখ্যাতি। যাকে বলা হয় বাংলা সিনেমার কিংবদন্তি নায়িকা। সেই তিনি এবার অভিনয়ের ক্ষেত্রে জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্ত।

তিনি জানিয়েছেন সাদামাটা কোনো চরিত্রে আর অভিনয় করবেন না। এমনকি মায়ের চরিত্রেও অভিনয় করতে রাজি নন এই অভিনত্রেী।

ববিতা জানিয়েছেন, আপাতত তিনি অভিনয় করছেন না। তবে তাকে কেন্দ্র করে কোনো চলচ্চিত্র নির্মিত হলে তাতে কাজ করতে সম্মত রয়েছেন।

তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও এ ধরনের কোনো ছবির প্রস্তাব পাননি। তবে এ নিয়ে মোটেও হতাশ নন ববিতা। কারণ, চলচ্চিত্র থেকে যা পাওয়ার তা তিনি পেয়ে গেছেন। ভক্ত-দর্শকদের ভালোবাসা নিয়েই তিনি আগামী দিনগুলো পার করতে চান।

বর্তমানে অবসর সময়ই পার করছেন ববিতা। মাঝে মধ্যে তিনি কানাডা যাচ্ছেন। সেখানে তার একমাত্র সন্তান অনিক রয়েছে। তাছাড়া ঢাকায় থাকলে তিনি বাগান করা, পাখি পালন, এবাদত-বন্দেগি নিয়েই ব্যস্ত থাকেন। এদিকে গুলশানে নতুন বাড়ি তৈরির কাজও এগিয়ে নিচ্ছেন তিনি।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে