সীমান্ত প্রধান : বলিউডে একটি গসিপ বেশ প্রচলিত ছিল যে, এক নায়িকা নাকি আরেক নায়িকাকে দেখতে পারেন না। তার প্রকাশ্যে না হলেও ভেতরে ভেতরে একজন আরেকজনকে খুব হিংসে করেন। তবে এমন গসিপ এখন আর নেই।
এখন বলিউডে ঘটছে পুরোটাই উল্টো। অর্থাৎ, এখন এক নায়িকা আরেক নায়িকা সম্পর্কে দিব্যি প্রশংসা করে যাচ্ছেন। সম্প্রতি ক্যাটরিনা কাইফের প্রশংসা করে তাই প্রমাণ করলেন বলিউডের আলোচিত নায়িকা আনুশকা শর্মা।
সম্প্রতি আনুশকা ক্যাটরিনা কাইফের প্রশংসায় একেবারেই পঞ্চমুখ হয়ে উঠেছেন। সম্প্রতি ‘ফিতুর’-এ ক্যাটরিনা কাইফের নাচ দেখে আনুশকা এতটাই মুগ্ধ হয়েেছেন যে, সবখানেই এখন ক্যাটরিনার প্রশংসা করে যাচ্ছেন তিনি।
আনুশকা স্পষ্ট করেই বলেছেন, এমন ফিটনেস এযাবৎ কালে আর কোনও নায়িকার মধ্যে নাকি তা চোখে পড়েনি। আনুশকা নাকি এ গানে ক্যাটরিনার ফিটনেস দেখে তার ভক্ত হয়ে গিয়েছেন।
এদিকে বলিউডের নিন্দুকেরা প্রায় সয়ম বলে থাকেন বলিউডে এক নায়িকার শত্রু নাকি আরেক নায়কি! তো এখন নিন্দুকের মুখে নিশ্চয় ঝামা ঘঁষে দিয়েছেন আনুশকা?
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন