বিনোদন ডেস্ক : গেল বছরের শেষান্তে বলিউডে মুক্তি পেয়েছে ঐতিহ্য নির্ভর চলচ্চিত্র ‘বাজিরাও মাস্তানি’। এতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। ইতিমধ্যে ছবিটি বেশ সুনামও কুড়িয়েছেন। করেছেন বেশ ভালো ব্যবসাও।
এমনকি ছবিতে কাশিবাঈ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন বলিউড পিগি চপস। তবে চমকে যাওয়ার কথা হলো, প্রিয়াঙ্কা নাকি এখনও দেখেন নি ‘বাজিরাও মাস্তানি’!
পিগি চপস কাজ করতে-করতে এতটাই ক্লান্ত যে যার ফলে এখনও তিনি ‘বাজিরাও মস্তানি’ দেখার সুযোগ করে উঠতে পারেন নি! তবে এ নিয়ে বেজায় লজ্জিত প্রিয়ঙ্কা।
এরমধ্যে নতুন করে আবার তিনি হলিউডে আরও ব্যস্ত হয়ে যাচ্ছেন। সম্প্রতি দ্য রকখ্যাত অভিনেতা ডুয়ানের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এছাড়াও সম্প্রতি তিনি ‘কোয়ান্টিকো’য় অভিনয়ে করে জয় করেছেন পিপ্লস চয়েজ অ্যাওয়র্ড।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন