বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রদর্শিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারেক ওবামা ও মিশেল ওবামার প্রেম নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘সাউথসাইড উইথ ইউ’। যুক্তরাষ্ট্রে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে ২১ জানুয়ারি ছবিটির প্রিমিয়ার হয়েছে।
‘সাউথসাইড উইথ ইউ’ সিনেমাটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন নির্মাতা রিচার্ড ট্যান। তিনি জানিয়েছেন, ছবিটি নিয়ে বারাক ওবামা ও মিশেল ওবামা দুজনেই এ ছবি বেশ রোমাঞ্চিত। তবে তারা এখনও ছবিটি দেখেন নি।
‘সাউথসাইড উইথ ইউ’ ছবিটি নিখাঁদ এক প্রেমের কাহিনি। আর এ ছবির কথা রিচার্ড ট্যানের মাথায় এসেছিল বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ারও আগে।
বারাক ওবামা ও মিশেল ওবামার প্রথম যৌবনের সেই উজ্জ্বল স্মৃতিময় ভালোবাসার কাহিনিকেই সেলুলয়েডে ধারণ করতে চেয়েছেন এই নির্মাতা।
এ ছবিতে প্রেসিডেন্ট বারাক ওবামার চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা পার্কার সয়্যার। আর মার্কিন ফার্স্ট লেডি মিশেলের চরিত্রে অভিনয় করেছেন টিকা সাম্পটার।
এদিকে প্রশ্ন উঠেছে, এটি প্রেমের ছবি ভালো কথা, কিন্তু এ ছবি কি রিপাবলিকানরা দেখবেন? ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্টের জীবনের কাহিনি দেখতে কি রিপাবলিকানরা সিনেমা হলে আসবেন, বা আসতে চাইবেন?
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন