বিনোদন ডেস্ক : চলিত একটা কথা আছে যে, মেয়েরা নাকি নিজের প্রকৃত বয়স কখনোই প্রকাশ করেন না। আর নায়িকারা তো আরও আগেই লুকিয়ে ছাপিয়ে রাখেন বয়স। কিন্তু এক্ষেত্রে বিদ্যা বালানই একমাত্র ব্যাতিক্রম।
বয়সের ব্যাপারে তিনি কোন রাখ-ঢাক রাখতে চান না। আর তাই তো নিজের প্রকৃত বয়সটা ঢাক-ঢোল পিটিয়েই সকলকে জানিয়েছেন। তার মতে বয়সটা কোন ব্যাপার না। মুল ব্যাপার হচ্ছে মন।
এই তো কিছুদিন আগে ৩৬ বছর পার করেছেন বলিউডের ডার্টি পিকচারখ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। সেসময় তিনি জানিয়েছেন, বয়সটা শুধুই একটা সংখ্যা। এর পর উপর কিছুই নির্ভর করে না। তাই তার বয়স ৩৬ হলেও মনের দিক থেকে এখনও তিনি টিন এজারই রয়েছেন।
তিনি এও মনে করেন, শরীর মন দ্বারা পরিচালিত হয় বলে, মনের বয়সের ছাপ শরীরে পড়ে। শরীরের বয়সটা কোনও ম্যাটারই করে না। তিনি নাকি ৩৬ বছর বয়সটা নিজের মতো এনজয় করছেন।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন