বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৩:২৯:৩৮

সালমান খানই সেরা

সালমান খানই সেরা

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান বলিউডের সব থেকে বেশি আয়করের স্থান দখল করে নিয়েছেন। তার ধারে কাছেও নেই অমিতাভ বা শাহরুখ খান। সম্প্রতি এমনই তথ্য দিলেন ভারতের সরকারি দফতর।

২০১৫ সালের বলিউডের হায়েস্ট পেড অভিনেতা হিসেবে সরকার সালমান খানকেই রেখেছেন শীর্ষে।

দেশটির আয়কর বিভাগ জানিয়েছে, সালমান খানই বর্তমানে সবথেকে বেশি পরিমাণ টাকা অ্যাডভান্স কর দিয়েছেন। এই করের পরিমাণ ২০ কোটি রুপি। গত বছরে এই জায়গায় ছিলেন অক্ষয় কুমার। তিনি সরে গিয়েছেন দু’নম্বরে।

আয়কর প্রাদানের তালিকায় গোড়ার দিকেই রয়েছেন রণবীর কাপুর, শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন। এদের প্রদত্ত করের পরিমাণ যথাক্রমে ১৫ কোটি,১৪ কোটি এবং ৮.৭৫ কোটি রুপি।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে