বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৩:৫০:২১

‘দিল্লি বহু দূর’

‘দিল্লি বহু দূর’

বিনোদন ডেস্ক : খবর রটেছে আলোচিত ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল বানাবেন আমির খান। এমন কথা তিনি নির্মাতা রাজকুমার হিরানিকেও জানিয়েছেন। কিন্তু হিরানির পক্ষ থেকে এখনও তেমন কোন সুখকর বার্তা দিতে পারেন নি।

এদিকে কবে আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল? এমন প্রশ্নের সঠিক উত্তর না পাওয়া গেলেও বিখ্যাত সেই উক্তিটাই চলে আসে—‘দিল্লি হনুজ দূর অস্ত’। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘দিল্লি বহু দূর’।

এদিকে ‘থ্রি ইডিয়টস’এর সিক্যুয়াল তৈরিতে আমির খান আগ্রহি হলেও এ ছবির সিক্যুয়াল নির্মাণের বিষয়টা নাকি এখনও ঠিক ভালো করে মাথায় ঢোকাতে পারেন নি রাজকুমার হিরানি। এর ফলে এটুকুই বলা যায় যে, ‘থ্রি ইডিয়টস’এর সিক্যুয়ালটা অনেকটাই অনিশ্চিত।

‘থ্রি ইডিয়টস’এর সিক্যুয়াল প্রসঙ্গে হিরানি সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, তিনি সম্ভবত ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়ালের আগে ‘পিকে’ ছবির সিক্যুয়ালের কাজে হাত দেবেন।

এদিকে হিরানি বর্তমানে ব্যস্ত আছেন তার বন্ধু সঞ্জয় দত্তের ‘বায়োপিক’ নির্মাণের কাজ নিয়ে। এরপরই তিনি শুরু করবেন ‘পিকে’ ছবির সিক্যুয়াল।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে